• বাঁকুড়ার রাজনীতিতে আচমকাই 'মেগা টুইস্ট', সুভাষের বিরুদ্ধে প্রার্থী BJP-র 'বিদ্রোহী' নেতা
    এই সময় | ০৬ মে ২০২৪
  • 'বিদায়ী' সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডা: সুভাষ সরকারের 'মাথা ব্যথা' কয়েক গুণ বাড়িয়ে 'নির্দল' প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন BJP-র বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে দলে 'সুভাষ বিরোধী' হিসেবে জীবনের নাম উঠে আসছিল এবং সোমবার সিমলাপালের সুপ্রভাত লোহার বাঁকুড়া জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন।জীবন চক্রবর্তী নিজেকে 'BJP মানসিকতার নির্দল প্রার্থী' বলে দাবি করেছেন। তাঁর কথায়, 'আমরা দীর্ঘ ৩৬ বছর BJP করছি। ডাঃ সুভাষ সরকার আমাদের মতো অনেককে বসিয়ে রেখে একটা 'লিমিটেড কোম্পানি' চালাচ্ছেন। একইসঙ্গে এবারের BJP প্রার্থী মোদীজির সব কা সাথ সবকা বিকাশ মন্ত্রে দীক্ষিত হতে পারেননি। ওঁর সাম্প্রতিক বেশ কিছু কার্যকলাপ হিন্দুধর্ম ও BJP বিরোধী। 'জাল সই করে' দলকে ভুল বার্তা দিয়ে তিনি এবার মনোনয়ন পেয়েছেন। তিনি জিতে আসার পর নির্বাচনে আমরা একের পর এক জায়গায় হেরেছি। এবার 'রাজনৈতিক অসুর' সুভাষ সরকারকে হারাতে মানুষের দুয়ারে দুয়ারে যাব। সুভাষের থেকে একটা হলেও ভোট বেশি পাব।'

    অন্যদিকে, অপর নির্দল প্রার্থী সুপ্রভাত লোহার বলেন, 'আমরা সুভাষ সরকার বিরোধী হলেও BJP-র আদর্শে বিশ্বাসী। শুধুমাত্র সুভাষ সরকারের বিরোধিতার জন্যই এই পথ নিতে বাধ্য হয়েছি। বর্তমান সময়ে ৯৯ শতাংশ কর্মী বসে রয়েছেন। মোদীজি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইছেন। সেখানে দুর্নীতিগ্রস্ত কেউ জায়গা পাক আমরা এমনটা চাই না।'

    একইসঙ্গে সুভাষ সরকার BJP কর্মকর্তাদের সই 'জাল করে' কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে মনোনয়ন আদায় করেছেন বলে তিনি অভিযোগ করেন। যদিও BJP প্রার্থী ডাঃ সুভাষ সরকার এই দুই 'নির্দল' প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ওরা সম্পূর্ণ গুরুত্বহীন'। এর অতিরিক্ত কোনও শব্দ খরচ করতে রাজি হননি তিনি।

    এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে বাঁকুড়া BJP। অতীতে একবার BJP-র বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যালয়ে দলের বিক্ষুব্ধ কর্মীদের হাতে তালাবন্দি থাকতে হয়েছিল সুভাষ সরকারকে। তাঁর ছবিতে কালি দিয়ে BJP-র একাংশই বিক্ষোভ দেখিয়েছিল বাঁকুরড়া ছাতনা ও শালতোড়া এলাকায়। এই অবস্থায় জীবনের নির্দল হিসেবে নির্বাচনে দাঁড়ানো একেবারেই সহজ ভাবে দেখছেন না রাজনীতিকরা। উল্লেখ্য, ২৫ মে বাঁকুড়া লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
  • Link to this news (এই সময়)