• মহিলাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ! প্রশ্ন শুনেই রেগে আগুন জগন্নাথ
    এই সময় | ০৬ মে ২০২৪
  • একাধিক মহিলার সঙ্গে 'বিশেষ সম্পর্ক'! তাঁদের কাউকে কাউকে দিয়েছেন ফ্ল্যাট বা চাকরিও! বিদায়ী সাংসদ তথা রানা ঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন একদা তাঁরই সহকর্মী পূর্ণিমা দত্তর। পালটা এই বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের উপরে কার্যত মেজাজ হারাতে দেখা গেল তাঁকে।ঠিক কী অভিযোগ?একটা সময় বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলেন পূর্ণিমা দত্ত। জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন রাজনৈতিকমহলে। তবে বর্তমানে তিনি তৃণমূলে। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত জানান, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরেই তিনি দল ছেড়েছেন। বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। পূর্ণিমার অভিযোগ, এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে জগন্নাথ সরকারের। সেই মহিলাকে একটি ফ্ল্যাটও কিনে দিয়েছেন জগন্নাথ। পূর্ণিমার আরও অভিযোগ, ওই মহিলার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয় ভর্তিও করে দিয়েছেন বিদায়ী সাংসদ। অন্যদিকে ওই মহিলাকে একটি চাকরিও করে দিয়েছেন জগন্নাথ। শুধু তাই নয়, জগন্নাথের আরও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও দাবি পূর্ণিমা দত্তর। তিনি আরও বলেন, জগন্নাথের এই ধরনের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, যে তাঁর স্ত্রীও এখন তাঁকে একা ছাড়তে ভয় পান।

    রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কিছু ছবি এবং অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেই সমস্ত ভাইরাল ছবি ও অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। দিন কয়েক আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নদিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে এসে নাম না করে জগন্নাথ সরকারকে নিশানা করেন।

    কী বলছেন জগন্নাথ?এই বিষয়ে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে রীতিমতো মেজাজ হারান তিনি। জগন্নাথ বলেন, 'এই অভিযোগের যদি সত্যতা প্রমাণিত করতে পারেন তাহলে প্রার্থীপদ থেকে সরে দাঁড়াব। ভোটে লড়াই করব না।' পাশাপাশি ভাইরাল অডিয়ো নিয়ে তাঁকে প্রশ্ন করতেই মেজাজ হারান জগন্নাথ সরকার। যদিও জগন্নাথ সরকারের মন্তব্যের পালটা জবাব দিয়েছেন পূর্ণিমাও। তিনি বলেন, 'এই অভিযোগ যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে জগন্নাথ সরকার আমার বিরুদ্ধে মামলা করুন। কিন্তু ওঁর সাহস নেই আদালতে মামলা করার। কারণ তাহলে সব সত্যতা বেরিয়ে আসবে।' তবে গোটা ঘটনায় ভোটের আগে রীতিমতো সরগরম রানাঘাট।
  • Link to this news (এই সময়)