• Lok Sabha Vote : শেষ দিনে প্রচারে ঝড় দুই জেলায়
    এই সময় | ০৬ মে ২০২৪
  • এই সময়, মুর্শিদাবাদ ও মালদা: তৃতীয় দফার নির্বাচনের শেষদিনে প্রচারে ঝড় তুলল সব দল। মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়াও মালদা দক্ষিণ লোকসভার মধ্য রয়েছে ফরাক্কা ও সামশেরগঞ্জ ব্লক। রবিবার সকাল থেকেই সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা নেমে পড়েন ময়দানে। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান হুডখোলা গাড়িতে খড়গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার করেন।বিকেলে নবগ্রামে কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার রাতে সাগরদিঘির কাবিলপুরে আনারুল হক নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ তুলে গ্রামবাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। খলিলুর বলেন, ‘পুরো মিথ্যা প্রচার। পুলিশ তদন্ত করে দেখছে।’ জোট প্রার্থী মর্তুজা হোসেন লালগোলার বিভিন্ন এলাকায় প্রচার করেন। এ দিন পিছিয়ে ছিল না গেরুয়া শিবিরও।

    বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে সুতিতে জনসভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান হরিহরপাড়ায় হুডখোলা গাড়িতে প্রচার করেন। সেখান থেকে তিনি যান ভগবানগোলা ও ডোমকলে। বামপ্রার্থী মহম্মদ সেলিম সারাদিন ছিলেন নদিয়ার করিমপুরে। বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ জিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন।

    মালদা জেলায় শেষবেলায় সব দলেরই মূল থিম ছিল রোড শো, বাইক র‍্যালি। তৃণমূলের মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে সামসেরগঞ্জে রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে র‍্যালি বেরিয়ে চাঁচলে শেষ হয়। বিজেপির প্রচারে শেষবেলায় তারকা ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মঙ্গলবাড়িতে এবং মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে কালিয়াচকে পদযাত্রা করেন।
  • Link to this news (এই সময়)