রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর আজ শহরে ফিরলেন সিভি আনন্দ বোস। ফিরেই সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। এমনকি, সরাসরি বিষয়টিও নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বোস। তাঁকে ‘রাজনীতি’তে টেনে আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।কেরল থেকে বাংলায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দরের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকার কথা। এখন আমি খুবই দুঃখিত যে মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনেছেন, বিশেষ করে এমন সময়ে যখন নির্বাচন চলছে... এখন তিনি আমার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য করেছেন।
এরপরেও কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ হিসেবে তার রাজনীতি নোংরা। তারপরও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে বাঁচানোর জন্য। কিন্তু এটা ঈশ্বরের জন্যও কঠিন দায়িত্ব। আমি এই 'দিদি গিরি'কে কখনই মেনে নেব না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। রাজভবনের মধ্যেই তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল বলে দাবি করেন সেই মহিলা। এর আগেও তাঁর সঙ্গে একবার এরকম আচরণ করা হয়েছিল বলেও অভিযোগে জানান তিনি।
বিষয়টি সামনে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাজ্যপালকে নিয়ে একাধিক নির্বাচনী সভায় আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব। রাজ্যপালের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ করেছে।’
রাজ্যপালের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য শীর্ষ নেতৃত্ব। রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি তদন্ত করার এক্তিয়ার না থাকায় প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে একটি স্পেশ্যাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। এমনকি, রাজভবনের কয়েকজন কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। যদিও, রাজভবনের তরফে কোনও কর্মীকে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে মণ করা হয়েছে। এর মধ্যে কলকাতায় ফিরে রাজ্যপালের সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বাড়তি বিতর্ক তৈরি করল বলে মনে করা হচ্ছে।