Rain Kolkata : স্বস্তির বৃষ্টি শহরে, যান চলাচল আংশিক ব্যাহত একাধিক রাস্তায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
এই সময় | ০৭ মে ২০২৪
অবশেষে নামল স্বতির বৃষ্টি। চাতকের অপেক্ষায় ছিল গোটা বাংলা। সন্ধ্যা নামতেই ভিজল তিলোত্তমা। শহর জুড়ে বৃষ্টিতে অনেকটা স্বস্তিতে শহরের মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতার কিছু রাস্তায় ট্রাফিক স্লো চলছে। উত্তর কলকাতার দিকে ট্রাফিক মুভমেন্ট একটু স্লো রয়েছে। তবে বৃষ্টির কারণে দুর্ঘটনার কোনও খবর নেই।এদিন সন্ধ্যা নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামটা শুরু করে গোটা শহর জুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যৎ। ঝেঁপে বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গায় ট্রাফিক মুভমেন্ট কিছুটা স্লো হয়ে যায়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানান হয়েছে, এই মুহূর্তে কোথাও বড় যানজটের কোনও খবর নেই। তবে, বৃষ্টির কারণে একাধিক রাস্তায় গাড়ির মুভমেন্ট স্লো রয়েছে।
Rain In West Bengal : তাপপ্রবাহ থেকে মুক্তি? ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি
তবে, এর মাঝেই একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। আজ সন্ধ্যাবেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময়, সুভাষ অধিকারী নামের, 37 বছরের, এক চা স্টলের মালিক ফুটপাথে রাখা ঝাড়ুর লাঠি সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ সূত্রের খবর, এই ঝাড়ুটি খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত ছিল। তাতেই, তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাঁর স্ত্রী লক্ষ্মী দেবী তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি লখ্য করে দৌড়ে গিয়ে তাঁকে সরানোর চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁর স্ত্রী স্থানীয় লোকজনকে ডেকে কাঠের লাঠির সাহায্যে সুভাষকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে টানেক মৃত বলে ঘোষণা করা হয়।
লক্ষ্মী অধিকারীর অভিযোগের ইতিমধ্যে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। স্ট্র্যান্ড রোডের ধারে যে কোম্পানি লাইটিং-এর কাজ করছিলেন এবং ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।