লোকসভা ভোট ঘিরে দেশে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক-বিরোধী একপক্ষ, অপরপক্ষকে আক্রমণ শানাচ্ছেন। একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যাচ্ছে। যেখানে রাজনৈতিক নেতানেত্রীদের নাম করে নানা দাবি ভাইরাল হচ্ছে। তেমনই একটি দাবি নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ছত্তিশগড়ের মহকুমা শাসক নিকিতা সিং কি মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের সামনে ভাষণ দিয়েছেন?কী দাবি করা হচ্ছে?একটি মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষের সামনে বক্তব্য রাখছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই ভিডিয়ো নিয়ে দাবি করা হচ্ছে, এটি ছত্তিশগড়ের মহকুমা শাসকের। নমাজ পাঠরত কিছু ব্যক্তির সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলতে দেখা যায় ভিডিয়োর মহিলাকে। এই ভিডিয়ো নেটপাড়ায় পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, 'ঘৃণার পরিবেশে ভালোবাসার বার্তা। ছত্তিশগড়ের প্রিয় মহকুমা শাসক নিকিতা সিং মসজিদের জন্য একটি জমি দিয়েছেন। নমাজ পাঠ করার সুযোগ করে দিয়েছেন। এটাই আমাদের দেশের সৌন্দর্য। ধন্যবাদ মহকুমা শাসক নিকিতাজি।'
অনুসন্ধানএই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেছে লজিক্যালি ফ্যাক্টস। দেখা গিয়েছে, ভিডিয়োতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি ছত্তিশগড়ের মহকুমা শাসক নন। তবে এই মহিলা আদতে অন্ধ্র প্রদেশের মন্ত্রী বিদাদলা রজনী। তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এই ভিডিয়োটি রয়েছে। তিনি সে রাজ্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং চিকিৎসা দফতরের মন্ত্রী। YSRCP দলের নেত্রী তিনি। গুণ্টুর বিধানসভা কেন্দ্র থেকে এবারও ভোটে লড়ছেন রজনী।
গত ৬ এপ্রিল রজনী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, 'আমরা মুসলিম এবং সংখ্যালঘুদের পাশে রয়েছি।' এই ভিডিয়ো রাতারাতি ভাইরা হয়। এরপর ৯ এপ্রিল স্থানীয় সংবাদমাধ্যম তেলগু নিউজ অ্যাউটলেটের ইউটিউব চ্যানেলে রজনীর এই ভিডিয়ো পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'ইফতার পার্টিতে রজনী'। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, গত ৫ এপ্রিল তিনি অন্ধ্রের নগরমপালেমে একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন।
সত্যিটা কী?ছত্তিশগড়ের মহকুমা শাসক নিকিতা সিং কোনও ইফতার পার্টিতে গিয়েছিলেন বলে শোনা যায়নি। অন্ধ্র প্রদেশের মন্ত্রী তথা গুণ্টুর বিধানসভা কেন্দ্রের YSRCP প্রার্থী রজনীর সঙ্গে তাঁকে গুলিয়ে ভাইরাল করা হয়েছে একটি ইফতার পার্টির ভিডিয়ো। অতএব এটি সম্পূর্ণ ভুয়ো।
This story was originally published by Logically Facts and later translated and edited by Ei Samay Digital