• ব্রাত্য দার্জিলিং! দেশে গরমের আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশনের তালিকায় বাংলার ২ পর্যটন কেন্দ্র
    এই সময় | ০৭ মে ২০২৪
  • দেশজুড়ে দুর্বিসহ গরম। সঙ্গে চলছে মারাত্মক তাপপ্রবাহ। এই জ্বালাপোড়া গ্রীষ্মকালে ফাঁকতালে বরফে ঢাকা পাহাড়ে ঘোরার লোভ সামলাতে পারেন না ভ্রমণপিপাসুরা। শীঘ্রই পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে 'কুল সামার গেটাওয়েস' তালিকা দেওয়া হয়েছে।গরম থেকে রেহাই পেতে কোন কোন জায়গায় ভ্রমণ করতে পারেন? তা জানিয়েছে কেন্দ্রে। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নেই বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিং। যদিও ঠাঁই হয়েছে কালিম্পং, কার্শিয়ঙের।

    'ইনক্রেডিবল ইন্ডিয়া'-র সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে ইতিমধ্যেই পর্যটন মন্ত্রকের এই সামার ডেস্টিনেশনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। 'কুল সামারস অফ ইন্ডিয়া' শীর্ষ এই পর্যটন স্থলগুলির তালিকায় দেশের কোন কোন রাজ্যের কোন কোন ট্যুরিস্ট স্পট রয়েছে?

    গরমকালে ভারতের মতো আবহাওয়ায় বেড়ানো সম্ভব নয়, বিদেশি পর্যটকদের এই ধারণা ভেঙে দিতেই সামার ডেস্টিনেশন তালিকা প্রকাশ করা হয়েছে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও দেশের এমন অনেক জায়গা আছে যেখানে মনোরম থাকে পরিবেশ। অনেক অজানা এলাকাও রয়েছে যা গরমকালে ঘোরার জন্য আদর্শ ট্যুরিস্ট স্পট। এই তালিকায় সেগুলিকেই অন্তর্ভূক্ত করা হয়েছে।

    ৬ মে, সোমবার থেকে দুবাইতে শুরু হয়েছে আরাবিয়ান ট্রাভেল মার্ট। সেখানেও এই ট্যুরিস্ট স্পটগুলিকে নিয়ে প্রচার করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। দু'ধাপে ভারতের সামার ডেস্টিনেশনগুলির তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় পাওয়া গিয়েছে ৫০টি ট্যুরিস্ট স্পটের নাম। যার অধিকাংশই উত্তর ভারতে।

    গরমকালে মনোরম আবহাওয়া এবং দূষণ সূচক মাত্রা কম থাকে যে সমস্ত অঞ্চলে মূলত সেগুলিকেই এই তালিকায় রাখা হয়েছে।

    ইনক্রেডিবল ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, 'গ্রীষ্মকালে ভারত অত্যধিক গরম? নজর ঘোরান ভারতের এই ট্রাভেল ডেস্টিনেশনগুলিতে।'

    চলতি বছর মারাত্মক গরম পড়েছে ভারতে। একাধিক পকেটে অতিরিক্ত তাপপ্রবাহে অসহনীয় অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে সামার ডেস্টিনেশনের তালিকা শেয়ার করে কেন্দ্রের তরফে ভারতের পর্যটনকে আরও প্রমোট করা হচ্ছে। মনোরম আবহাওয়ার এলাকাগুলিতে কী কী আঞ্চলিক সংস্কৃতি রয়েছে, কী কী স্থানীয় খাবার পাওয়া যায়, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে বিদেশি পর্যটকদের সামনে।

    এক নজরে তালিকাউত্তর ভারতদক্ষিণ ভারতউত্তর পূর্ব ভারতপূর্ব ভারতপশ্চিম ও মধ্য ভারতগুলমার্গকোদাইকানালতেনজলকালিম্পংসাপুতরাপাটনিটপইয়েরকাউদআইজলকার্শিয়ংপাঁচমারিপিথরগড়ভ্যাগামনমুইফাংবির বিল্লিংওয়েনাড়চেরাপুঞ্জিকিন্নাউরচিক্কামাগালুরুলাচুংআউলিমাদিকেরিখেঁচিপালরিচোপতাকোল্লি হিলসগোয়েচা লেকমুনসিয়ারিইয়ুমথাংবিনসরজুকুমাউন্ট আবুহাফলংডালহৌসিতাওয়াংজিভিজিরোতির্থন ভ্যালিপেলিংনুবরা ভ্যালিজাংস্কর ভ্যালিদ্রাসগুরেজআহরবালমানসবলদুধপাতরি
  • Link to this news (এই সময়)