• রিয়াতকে রেয়াত করতে নারাজ বিজেপির ভাস্কর, ৮৫.৭% সংখ্যালঘু কেন্দ্রে ফ্যাক্টর কংগ্রেসের আঞ্জু?
    এই সময় | ০৭ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যে দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানাগোলার উপনির্বাচন। যুযুধান দুই পক্ষের লড়াই ভগবানগোলায়। একদিকে, ইদ্রিশ আলির ঘনিষ্ঠ রিয়াত হোসেন সরকার, অন্যদিকে, বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। দুটি দলই ‘ভূমিপুত্র’-এর ভরসা রেখেছে। প্রার্থী দিয়েছে কংগ্রেসও। বামেদের সর্মথনে হাত চিহ্নের হয়ে লড়ছেন আঞ্জু বিবি।গতবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিরোধীদের হেলায় হারিয়েছিলেন তৃণমূলের প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলি। বিধানসভা নির্বাচনে এক লাখেরও বেশি ব্যবধানে জিতেছিলেন ইদ্রিশ। সেই দিক থেকে এই আসন থেকে উপ নির্বাচনে সহজ জয় দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আস্থা রেখে ছিলেন। এবারেও তার অন্যথা হবে না।

    যদিও, কংগ্রেস-সিপিএম ভোট হলে এখানে খেলা ঘুরে যেতে পারে বলে ধারণা বাম শিবিরে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে জেলা পরিষদে কংগ্রেস পায় ৭২,৭৯৩ ভোট, সিপিএম পায় ৫২,৭৪৬। দুটি সংখ্যা যোগ করলে তৃণমূলের প্রাপ্ত ভোটের থেকে বেশি। তৃণমূলের প্রাপ্ত ভোট ১,০১,৪৬৭টি। এটাই ভরসা যোগাচ্ছে কংগ্রেস প্রার্থী আঞ্জু বিবিকে।

    আগামী ৭ মে মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচন হচ্ছে। এই বিধানিসভায় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে আসনটি শূন্য ছিল। ভগবানগোলা বিধানসভায় তৃণমূলের প্রতীকে লড়ছেন রিয়াত হোসেন সরকার। রিয়াত হোসেন সরকার দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। ইদ্রিশ আলির খুব ঘনিষ্ঠ ছিলেন। পারিবারিক ব্যবসা রয়েছে। বর্তমানে ভগবানগোলার ব্লক সভাপতি পদে রয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। রিয়াত হোসেন সরকার বলেন, ‘জয়ের বিষয়ে আমি নিশ্চিত। ইদ্রিশ আলির জয়ের ব্যবধান টপাকানো আমার লক্ষ্য।’

    Mohammed Salim Nomination Submit : 'সবে ঝড় উঠেছে, কালবৈশাখী এখনও দেখোনি' প্রচারে মহম্মদ সেলিম

    অন্যদিকে, এই কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ছেন ভাস্কর সরকার। ভাস্করবাবু তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বেরিয়ে এসে আর এস এসে যোগ দেন। বর্তমানে বিজেপির মণ্ডল সভাপতির পদে রয়েছেন। কর্মসূত্রে বেসরকারি একটি মোবাইল সংস্থার সঙ্গে যুক্ত। ভাস্কর সরকার বলেন, ‘প্রচারে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। দলের পূর্ণ সহযোগিতা পেয়েছে। জয়ের ব্যাপের আমি আশাবাদী এটুকু বলতে পারি।’

    একটা সময় এই কেন্দ্রে কংগ্রেসের আধিপত্য থাকলেও পরবর্তীকালে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী জয়ী হয় এই কেন্দ্রে। এরপর ২০০৬ সালে চাঁদ মহম্মদ সমাজবাদী পার্টির প্রতীকে লড়াই করে জিতে আসেন। এর পরের বছরেও তৃণমূল কংগ্রেসের সমর্থনে জিতেছিলেন তিনি। ২০১৬ সালে অবশ্য বামেরা এই কেন্দ্রটি আবার নিজেদের দখলে নিয়ে আসে। ২০২১ সালে এই কেন্দ্র তৃণমূল পুনরুদ্ধার করে। ২০১৬ সালের পর থেকে ভগবানগোলা সহ পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে নিজেদের সংগঠন মজবুত করতে সচেষ্ট ছিল তৃণমূল কংগ্রেস। একদিকে, এই কেন্দ্রের লোকসভায় হেভিওয়েট প্রার্থী মহম্মদ সেলিম লড়াই করছেন, তবে উপ নির্বাচনে কি তৃণমূলকে টেক্কা দিতে পারবে বিরোধীরা? ফলাফলেই জানা যাবে।
  • Link to this news (এই সময়)