আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মু্ক্তি দিল বৃষ্টি। কবে? আজ, সোমবার। কোথাও মাঝারি, তো কোথাও আবার ভারী। সন্ধেয় পর রীতিমতো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। সঙ্গে ঝোড়া হাওয়া-ও। বাদ গেল না উত্তরবঙ্গও।ঝড়বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সঙ্গে বাঁকুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহারেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাসও। ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।