• Lok Sabha Election Live : ময়দানে অমিত শাহ, কিছুক্ষণের মঝ্যেই শুরু লোকসভা ভোটের রাউন্ড ৩
    এই সময় | ০৭ মে ২০২৪
  • মঙ্গলবার দেশজুড়ে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পরীক্ষা অমিত শাহ, শিবরাজ সিং চৌহ্বান, বাসবরাজ বোম্মই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রাণে সহ একাধিক হেভিওয়েট নেতার। তৃতীয় ধাপের নির্বাচনের আগে JDS নেতা প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, নরেন্দ্র মোদীর কংগ্রেসের বিরুদ্ধে তোলা মুসলিমপ্রীতি, রাহুল গান্ধীর রায়বরেলি আসন থেকে লড়াইয়ের সিদ্ধান্তের মতো একাধিক ইস্যু শিরোনামে এসেছে। এই ইস্যুগুলি তৃতীয় ধাপে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ৯৩টি আসনে।তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা আসন— মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদও।এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১।

    ৯৪টি আসনে এই দফায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে BJP।জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রজৌরিতে ভোট পিছিয়ে ২৫ মে করেছে নির্বাচন কমিশন।এদিকে, মধ্য প্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা থাকলেও BSP প্রার্থীর মৃত্যুর জেরে সেখানে ভোট পিছিয়ে তৃতীয় দফায় করা হয়েছে।
  • Link to this news (এই সময়)