• ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করা নিয়ে দেশজুড়ে সমালোচনা করেছে বিরোধীরা। আরটিআই করার পর এবার সরাসরি নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। আজ দলের তরফে কমিশনে চিঠি দিয়ে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্য়ান প্রকাশ করার দাবি জানানো হয়েছে। প্রতিটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার, তারমধ্যে কত ভোট পড়েছে সমস্ত পরিসংখ্যান বিস্তারিত উল্লেখ করে বিবৃতি জারি করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে তৃণমূল উল্লেখ করেছে, "প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের হার ৩০ এপ্রিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও সেখানে শুধুমাত্র ভোটদানের হার উল্লেখ করা ছিল। মোট ভোটার এবং কত শতাংশ ভোট পড়েছে তার কোনও উল্লেখ করা হয়নি। এর আগে প্রতিটি নির্বাচনে বিস্তারিত পরিসংখ্যান এবং তথ্য প্রকাশ করত নির্বাচন কমিশন। " তৃণমূলের বক্তব্য, ১৯ এপ্রিল সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করে জানানো হয় প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। যদিও ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় মোট ৬৬.১৪ শতাংশ ভোট পড়েছে। পরিসংখ্যান প্রকাশের এই পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে মোট প্রার্থী, মোট ভোটার এবং ইভিএমের হিসেব অনুযায়ী কত সংখ্যক ভোট পড়েছে তার বিস্তারিত উল্লেখ থাকে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া ভোটগ্রহণ কেন্দ্র এবং কোচবিহারের কোনাচত্র ফিপথ প্ল্যান প্রাইমারি স্কুল কেন্দ্রের পরিসংখ্যানে মোট প্রার্থী এবং ইভিএম অনুযায়ী কত ভোট পড়েছে তার উল্লেখ করা হয়েছে। এই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কতজন নথিভুক্ত ভোটার ভোট দিতে এসেছিলেন তার উল্লেখ করেননি। ফলে ইভিএমের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব হয়নি। তৃণমূলের দাবি, অন্যান্য বুথেও এই বিষয়গুলির উল্লেখ না থাকার ফলে, ভোটদানের হার এবং তার নির্ভুলতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এরফলে নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের ভরসা, বিশ্বাসে ঘাটতি তৈরি হচ্ছে। এর আগে একই পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে তথ্য জানার অধিকার আইনে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। যদিও এখনও পর্যন্ত তার কোনও জবাব আসেনি। রাত পোহালেই তৃতীয় দফার ভোট। তার আগের দিন চিঠি দিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানাল তৃণমূল।
  • Link to this news (আজকাল)