• ‌‌২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে শীর্ষ আদালতে শুনানি এক দিন পিছোল ...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এই পরিস্থিতিতে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে অর্থাৎ এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল। সোমবার শুনানি হওয়ার কথা ছিল। যা মঙ্গলবার হবে। সোমবার মামলাটি শোনার কথা ছিল শীর্ষ আদালতে। গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা জানিয়েছিল তারা। যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সোমবার এই শুনানি হল না। হবে মঙ্গলবার। সকাল সাড়ে দশটায়। অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে চাকরি বাতিল মামলার শুনানি এদিন সম্ভব হয়নি বলে খবর।
  • Link to this news (আজকাল)