• ‌ ‘‌পাকিস্তান চুড়ি পরে বসে নেই’‌, কেন এই বিতর্কিত মন্তব্য করলেন ফারুক আবদুল্লা'‌ ...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তো বটেই, রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অদূর ভবিষ্যতেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর। এবার কেন্দ্রীয় মন্ত্রীদের এই দাবির জবাব দিলেন কাশ্মীরের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স দলের নেতার মতে, পাকিস্তান চুড়ি পরে বসে নেই। তাদের হাতে পরমাণু বোমা আছে। ভারত, পাক অধিকৃত কাশ্মীর দখল করতে গেলে, সেই বোমা পড়বে কাশ্মীরে। তিনি বলেন, ‘‌প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলে থাকলে, তিনি তা করুন। আমরা আটকানোর কে? কিন্তু মনে রাখবেন, তারাও (পাকিস্তান) চুড়ি পরে বসে নেই। তাদের কাছে পরমাণু বোমা আছে। দুর্ভাগ্যবশত, সেই পরমাণু বোমা আমাদের উপর পড়বে।’‌ প্রসঙ্গত, রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ‘‌ভারতের শক্তি ক্রমশ বাড়ছে। গোটা বিশ্বে ভারতের মর্যাদা বাড়ছে। আমাদের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন, পাক অধিকৃত কাশ্মীর থেকে আমাদের ভাই–বোনরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানাচ্ছেন।’‌ তিনি আরও জানান, ‘‌পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’‌ রবিবার কটকে জয়শঙ্করও জানান, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। 
  • Link to this news (আজকাল)