• ‌ভুটান থেকে সস্তার তেল এনে সীমান্ত এলাকায় দেদার বিক্রি করছে অবৈধ কারবারিরা...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ ভুটান থেকে সস্তার তেল এনে সীমান্ত এলাকায় দেদার বিক্রি হচ্ছে। ভুটানে পেট্রোলের দাম ৬৭ থেকে ৬৮ টাকা, তুলনামূলক ভাবে ডিজেলের দাম খানিকটা বেশি। ডিজেল প্রায় ৭০ থেকে ৭১ টাকার আশেপাশে লিটার প্রতি বিক্রি হয়। ভুটানে শুল্কে ছাড় থাকায় তেলের এই কম দামের সুবিধা নিয়ে অবৈধ কারবার সীমান্ত এলাকায় রমরমিয়ে চলছে। বানারহাটের চামুর্চী, নাগরাকাটার জিতি, বীরপাড়ার মাকড়াপাড়া সীমান্ত দিয়ে সস্তার পেট্রোল ও ডিজেল এনে বিক্রি করে ফুঁলেফেঁপে উঠছে এক শ্রেনির অবৈধ কারবারি। ভারতীয় গাড়ি নিয়ে সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভুটানে ঢোকার সুযোগকে কাজে লাগিয়ে তেলের কালোবাজারিরা পেট্রোল ও ডিজেলের অবৈধ কারবারে নেমেছে। এই গাড়িগুলি ভুটানে ঢুকে ট্যাঙ্কি ভর্তি করে তেল নিয়ে ভারতে ফেরে। এই ছোট গাড়িগুলির কয়েকটিতে বিশেষ ভাবে অস্থায়ী বড় তেলের ট্যাঙ্ক লাগিয়ে তাতে ৫০-৬০ লিটার অতিরিক্ত তেল সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে পাচার করে নিয়ে আসা হচ্ছে। বড় গাড়ি গুলি নিয়ে আসছে কয়েকশো লিটার ডিজেল। এছাড়া স্থানীয় যাত্রীবাহী কিছু ছোট গাড়ি সারাদিন কয়েকবার করে ভুটানে ঢুকে ট্যাঙ্কে তেল ভরে ভারতে ফেরে। এর পর এই তেল বিভিন্ন দোকানে প্রকাশ্যে সাজিয়ে বিক্রি করা হয়। সীমান্ত এলাকায় ভুটানের পেট্রোল বিক্রি হয় প্রায় ৯০ টাকা লিটার দরে। এতে তেলের কারবারিদেরও কিছুটা লাভ হয় পাশাপাশি ক্রেতারাও কম দামে উপকৃত হয়। দুই পক্ষেরই লাভ থাকায় ক্রমেই ফুঁলেফেঁপে উঠছে এই কারবার। সীমান্ত এলাকার স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত তেল দূরবর্তী এলাকায় প্রায় বাজার দরে রাস্তার পাশে পসরা সাজিয়ে বিক্রি হয়। ডুয়ার্সের চামুর্চী, বীরপাড়া সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প না থাকার কারণে এই কারবার রমরমিয়ে চলছে। চামুর্চী গ্রাম পঞ্চায়েতের প্রধান সংগীতা কামী বলেন, চামুর্চী এলাকায় ভুটানের তেল বিক্রি হচ্ছে তা তিনি জানেন। বানারহাট থানার চামুর্চী আউট পোস্টের চামুর্চী ওসি আদিল লিম্বু বলেন, ছোট গাড়িতে ও ট্যাঙ্কারে করে তেল নিয়ে আসার বিষয়ে লাগাতার পুলিশের অভিযান চলে। এই কারবার রুখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)