• ‌ঋণের কিস্তির টাকা জমা না দিয়ে আত্মসাৎ, গ্রেপ্তার বেসরকারি ব্যাঙ্কের রিকভারি এজেন্ট ...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হাওড়ার সাঁকরাইলে ৩৩ লক্ষ টাকা তছরুপের অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কের লোন রিকভারি এজেন্টকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগকারীদের দাবি, দিনের পর দিন ঋণের কিস্তির টাকা ব্যাঙ্কে জমা না দিয়ে আত্মসাৎ করতেন কৌশিক পাড়ুই নামে ওই যুবক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।গ্রাহকদের অভিযোগ, তাঁরা একটি বেসরকারি ব্যাঙ্কের হাওড়ার আন্দুল শাখা থেকে ঋণ নিয়েছিলেন। পরিশোধ করার জন্য ওই ব্যাঙ্কের লোন রিকভারি এজেন্ট কৌশিককে কিস্তির টাকা দিতেন। কিন্তু অভিযোগ, দিনের পর দিন কৌশিক সেই টাকা ব্যাঙ্কে জমা দেননি। ঘটনার কথা জানতে পেরে ঋণগ্রহীতারা শনিবার রাতে ওই ব্যাঙ্কের সামনে হাজির হন। ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে অভিযুক্ত এজেন্টকে। রবিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)