• Live : নজরে মুর্শিদাবাদ-মালদা, আজ রাজ্যে তৃতীয় দফায় নির্বাচন
    এই সময় | ০৭ মে ২০২৪
  • মঙ্গলবার বাংলায় তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন রাজ্য়ের চার কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চার কেন্দ্র হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে ভোটের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। যাতে অবাধে নির্বাচন হয় সেই জন্য কড়া নজর রাখছে নির্বাচন কমিশন।তৃতীয় দফায় মালদায় দুটি আসনে ভোট। সেখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ১৪৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যার থেকে কম। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা। এই বিধানসভাগুলি হল সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ইংরেজবাজার, মানিকচক, ফারাক্কা, সামশেরগঞ্জ। অপর দিকে, উত্তর মালদাতে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হল- হবিবপুর, গাজোল, চাঁচোল,মালদা, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর।

    এদিকে এদিন মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র ভগবানগোলাতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কারণে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে চলেছে। জানা যাচ্ছে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ১৮৫১টি ভোটগ্রহণ কেন্দ্র আছে।
  • Link to this news (এই সময়)