Rainfall Forecast : আজ ১১ জেলায় কালবৈশাখীর তাণ্ডব! পূর্ব মেদিনীপুর সহ ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ০৭ মে ২০২৪
সোমবার অবশেষে স্বস্তি! কালবৈশাখীর তাণ্ডবে অবশ্য অতিষ্ট হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু, অস্বস্তিকর গরমের থেকে মিলেছে রেহাই। পূর্বাভাস ছিলই। সেই মোতাবেক সোমবার সন্ধ্যায় আকাশ কালো হয়ে আসে। শুরু হয় ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, পূর্বাভাস এমনটাই। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে।উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত। তাঁদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলে কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা?
এদিন ১১ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
এদিকে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রার পারদ, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার সকালে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।
সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ কলকাতায় তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি, দমদম ২৩ ডিগ্রি,, বারুইপুর ২২.১ ডিগ্রি,, বাঁকুড়া ২৫.৬ ডিগ্রি,, শান্তিনিকেতন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।