• ‌তৃতীয় দফায় ৯৩ আসনে চলছে নির্বাচন, ভোট দিলেন মোদি–শাহ
    আজকাল | ০৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোটের তৃতীয় দফা আজ ৭ মে, মঙ্গলবার। দেশের ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ আসনে চলছে ভোটগ্রহণ। তার মধ্যে বাংলার চারটি আসনও রয়েছে। এদিন ভোট রয়েছে গান্ধীনগরেও। সকাল সকাল আমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অমিত শাহ। উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে। ভোট দেওয়ার পর মোদি বলেন, ‘‌দেশবাসীকে আর্জি করব গণতন্ত্রে ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি ভোট দিন। এই জায়গায় আমি প্রতি বার ভোট দিই। কাল রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।’ ভোটদানের পর এক ভক্তকে অটোগ্রাফও দেন মোদি। ওই ভক্ত প্রধানমন্ত্রীর একটি ছবি উপহারও দেন মোদিকে। এদিন মোদি ও শাহকে নিয়ে ভোটারদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ওই বুথেই ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হচ্ছে শাহের। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌যাঁরা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁরা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন।’ এদিকে, মঙ্গলবার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের ৪টি, অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে।
  • Link to this news (আজকাল)