• ‌এল স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে প্রাণ গেল অন্তত ৬ জনের
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে মিলল স্বস্তি। সন্ধে নামতেই কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। ছিল ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। এদিন ঝড়বৃষ্টি হয়েছে হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও হয়েছে বৃষ্টি। সন্ধ্যার সময় বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রীরা। কলকাতার রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। শহরের বেশ কিছু রাস্তায় গাছ পড়ে যায়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গিয়েছে গাছ। এদিকে, কাটোয়া ও কেতুগ্রামে বজ্রপাতে দু’‌জন মারা যান। তার মধ্যে এক জন মহিলাও রয়েছেন। কেতুগ্রামে এক কিশোরী বজ্রপাতে জখম হয়। পুরুলিয়ায় বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। নদিয়াতেও ইটভাটায় দেওয়াল চাপা পড়ে দু’‌জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ঝোড়ো হাওয়ায় ইটভাটার দেওয়াল চাপা পড়ে দু’‌জন মারা যান।এদিকে ঝড়বৃষ্টিতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর প্রচার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। তড়িঘড়ি শওকত মোল্লার গাড়ি করে এলাকা ছাড়েন তিনি। জানা গেছে ঝোড়ো হাওয়ায় সায়নীর র‌্যালির সামনেই একটি গাছের ডাল ভেঙে পড়ে। তবে তাতে দুর্ঘটনা হয়নি। 
  • Link to this news (আজকাল)