• আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া কোন কোন জেলায়'
    ২৪ ঘন্টা | ০৭ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্বাভাস অনুযায়ী স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঝোড়া হাওয়া-সহ মুষলধারে বৃষ্টি। আগামী চারদিন বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। আরও নামবে পারদ। বার্তা হাওয়া অফিসের। স্বস্তির আবহাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবারও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে আজও। সঙ্গে হাওয়ার দাপটও থাকবে। ৭ মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা থাকছে।

    বস্তুত, আগামী ৪৮ ঘণ্টাই ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। মঙ্গলবার ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে। 
  • Link to this news (২৪ ঘন্টা)