• স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা স্ত্রীর! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পর্দাফাঁস নির্যাতিতর
    এই সময় | ০৭ মে ২০২৪
  • কান পাতলেই শোনা যায় বধূ নির্যাতনের ঘটনা। কিন্তু এর ঠিক উল্টো ছবি দেখা গেছে উত্তর প্রদেশে। সেখানে স্বামীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে।উত্তর প্রদেশের বিজনোরে এক মহিলাকে নিজের স্বামীকে নির্যাতন করার এবং তাকে বেঁধে সিগারেট দিয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় স্বামীর গোপনাঙ্গেও।

    ওই মহিলার স্বামীর পুলিশকে দেওয়া ঘরের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা গেছে মেহের জাহান নামে ওই মহিলা তার স্বামীর উপর নির্যাতন করছে। তার হাত-পা বেঁধে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হচ্ছে তারা শরীরে।

    মেহের জাহানের স্বামী মানান জাইদির অভিযোগ, মেহের তাঁকে জোর করে মাদক খাওয়ায় এবং তার সারা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পোড়ানোর আগে তার হাত পা বেঁধে দেওয়া হয়।

    এরপরই মানান জাইদি নামের ওই ব্যক্তি বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেন। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় তার স্ত্রী মেহের জাহান তাকে শারীরিকভাবে নির্যাতন করছে, তার হাত- পা বেধে দিয়ে বুকের উপর বসে স্বামীর শ্বাসরোধ করার চেষ্টা করছে মেহের জাহান। শুধু মাত্র মারধরই নয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিগারেট দিয়ে সারা স্বামীর সারা শরীর পুড়িয়ে দিচ্ছে মেহের। এমনকি সিগারেট দিয়ে পোড়ানো হয় তার গোপনাঙ্গও।

    মানান জাইদি দাবি করেছেন যে, তিনি আগেও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে জোর করে মাদকদ্রব্য খাওয়ানো, হাত-পা বেঁধে তাকে মারধর এবং তাকে নির্যাতনের শিকার করার অভিযোগ দায়ের করেছিলেন মানান জাইদি।

    এরপরই মেহের জাহান নামের ওই মহিলাকে তার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ৫ মে উত্তর প্রদেশের সেওহারা জেলার পুলিশ গ্রেফতার করে।

    পুলিশ ধৃত মেহের জাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেছে। মেহের জাহানের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় খুনের চেষ্টা, হামলা এবং নির্যাতন সহ একটি মামলা নথিভুক্ত করেছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

    পুলিশ সুপার ধরমপাল সিং জানিয়েছেন, ‘ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় একটি রিপোর্ট নথিভুক্ত করেছে এবং তাকে গ্রেফতার করেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে মেহের জাহান।
  • Link to this news (এই সময়)