• Arvind Kejriwal Bail : 'জামিন পেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না', কেজরি মামলায় জানাল সুপ্রিম কোর্ট
    এই সময় | ০৭ মে ২০২৪
  • ১০০ কোটির দুর্নীতি মামলায় কী ভাবে আচমকা ১১০০ কোটির হয়ে গেল? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন মামলার শুনানিতে এভাবেই দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্নের সম্মুখীন হতে হল ED-কে। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের মামলাটি নজিরবিহীন বলেই উল্লেখ করেছে দেশের সর্বোচ্চ আদালত।সুপ্রিম কোর্ট জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁর ভোটপ্রচারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দেখা হচ্ছে। তাঁকে ভোটের জন্য জামিন দেওয়া যায় কি না, তাও বিচার করে দেখছে সুপ্রিম কোর্ট।

    এদিন সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাব ED আইনজীবী জানান, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি হওয়ার বেশ কিছুটা সময় পর অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা সামনে আসে। পরবর্তীকালে চার্জশিটে উল্লেখ করা হয়েছে গোটা বিষয়টি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে প্রশ্ন করেন, '১০০ কোটির ঘুষকাণ্ড আচমকা কী ভাবে ১১০০ কোটিতে পৌঁছে গেল?'

    পাশাপাশি, মণীশ সিসোদিয়ার গ্রেফতারির আগে এবং পরে আবগারি দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট।
  • Link to this news (এই সময়)