• PM Modi Spoof Video : পাগলু ডান্সের তালে মঞ্চ কাঁপাচ্ছেন মোদী! AI ফেক ভিডিয়োয় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
    এই সময় | ০৭ মে ২০২৪
  • 'পাগলু ডান্স ডান্স...'। দেবের গানে মঞ্চ কাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! অবাক হচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এই ভিডিয়ো। যেটি দেখামাত্রই বুঝতে বাকি থাকে না এটি ডিপফেক।নরেন্দ্র মোদী নিজেও এই ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর আদলে গড়া একটি AI অবয়ব 'পাগলু ডান্স ডান্স' গানে নাচছে। জনৈক এথেইস্ট কৃষ্ণা নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই AI ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়, 'আমি এই ভিডিয়ো পোস্ট করছি কারণ আমি জানি ডিক্টেটর আমায় গ্রেফতার করাবেন না।'

    ভিডিয়োটি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আপনাদের সকলের মতো আমিও এই ভিডিয়োটি দেখে মজা পেয়েছি। নিজেকে এভাবে নাচতে দেখে মজা আনন্দিত আমি। লোকসভা ভোটের আবহে এমন শিল্প বেশ আনন্দদায়ক।'

    উল্লেখ্য, এই AI ভিডিয়ো আদতে মার্কিন ব়্যাপার লিল ইয়্যাচির একটি স্টেজ পারফর্ম্যান্সের। ২০২২ সালের ২১ জুন ইউটিউবে তাঁর এই অরিজিনাল ভিডিয়োটি আপলোড করা হয়। সম্প্রতি এটি একটি জনপ্রিয় মিম টেমপ্লেট হিসেবে নেটপাড়ায় ছেয়ে গিয়েছে। AI-এর সাহায্যে লিল ইয়্যাচিকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হচ্ছে জনপ্রিয় রাজনীতিবিদ থেকে শুরু করে একের পর এক তারকাকে। কখনও দেখা যাচ্ছে হিটলার আবার কখনও নরেন্দ্র মোদীকে।

    এর আগে দুই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একইরকম ভিডিয়ো পোস্ট করা হয়। স্পুফ ভিডিয়োতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেটি ভাইরা হতেই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। ১৪৯ ধারায় মামলা রুজু করেছে লালবাজার। মিম নির্মাতাদের উদ্দেশে কলকাতা পুলিশের বার্তা, 'আপনাদের অবিলম্বে নাম এবং বাসস্থান সহ পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে৷ যদি তথ্য প্রকাশ না করা হয়, তাহলে আপনারা ৪২ সিআরপিসি-র অধীনে আইনি পদক্ষেপের জন্য দায়ী থাকবেন।'

    তবে এটাই প্রথম নয়, লোকসভা ভোটের আবহে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনীতিবিদের সম্পর্কে একের পর এক ডিপফেক এবং AI ভিডিয়ো তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়িয়ে দেওয়া হচ্ছে সে সমস্ত কনটেন্ট। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি ডিপফেক ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, দেশের মানুষ ইন্ডিয়া জোটকে দু'হাত তুলে সমর্থন জানাচ্ছেন। আদতে তিনি অরিজিনাল ভিডিয়োতে বলেছিলেন, 'NDA জোটকে দু'হাত ভরে সমর্থন করেছে দেশের মানুষ।'
  • Link to this news (এই সময়)