Indian Army: সেনাবাহিনীতে মহিলাদের নিয়ে বড় পদক্ষেপ! এবার ব্রিগেডিয়ার পদে প্রমোশনের সুযোগ
এই সময় | ০৭ মে ২০২৪
সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার ঐতিহাসিক রায়ে কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একমাত্র কমব্যাট উইং ছাড়া সেনাবাহিনীর সব স্তরে আগামী তিন মাসের মধ্যে এই নিয়ম চালু করতে বলা হয়েছে কেন্দ্রকে।সেখানে মহিলারা যাতে পুরষদের মতো সমান সুযোগ পান সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া যুক্তি লিঙ্গ বৈষম্যমূলক, পুরনো ধারণা প্রসূত এবং বিরক্তিকর বলেও মন্তব্য করেছে আদালত।
সূত্রের খবর, আগামী বছরের অগাস্ট-সেপ্টেম্বরের দিকে ব্রিগেডিয়ারের পদোন্নতি বোর্ডেরনির্বাচন হতে পারে। সুপ্রিম কোর্টের আদেশের পরে ২০২০ সালে সেনাবাহিনীত শর্ট সার্ভিস কমিশনের অধীনে আসা সমস্ত শাখায় মহিলাদের স্থায়ী কমিশন দিয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে কর্ণেল পদে স্থায়ী কমিশন পাওয়া মহিলা কর্মকর্তাদের পদায়ন শুরু হয়।
সুপ্রিম কোটের নির্দেশের পর সেনাবাহিনী এ পর্যন্ত ১৯৯২ থেকে ২০০৯ ব্যাচের ৫০৮ জন মহিলা কর্মকর্তাকে স্থায়ী কমিশন দিয়েছে। এরমদ্যে ১২৮ জন মহিলা কর্মকর্তাকেও কর্ণেল পদে উন্নীতি করা হয়েছে। সূত্রের দাবি, আগামী বছর ১৯৯২ থেকে ১৯৯৭ ব্যাচের এই নারী কর্মকর্তাদের ব্রিগেডিয়ার পদে বিবেচনা করা হবে।
সেনাবাহিনীতে আগে শুধু মেডিক্যাল কোর, লিগ্যাল এং এডুকেসন কোরে মহিলা অফিসারদের এই পদোন্নতি দেওয়া হতো। কারণ এসব শাখায় মহিলা কর্মকর্তাদের স্থায়ী কমিশন ছিল। মহিলা অফিসাররা এখন আর্মি এয়ার ডিফেন্স, সিগনাল, ইঞ্জিনিয়ার, আর্মি এভিয়েশন, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং ইন্টেলিজেন্স কোরে স্থায়ী কমিশন পাওয়ার যোগ্য। এর অর্থ এই যে একজন মহিলা আধিকারিক এই সমস্ত শাখায় কর্ণেল এবং তার উপরে যে কোনও পদে পৌঁছাতে পারেন।
পদোন্নতি সংক্রান্ত সব নির্দেশনা মেনেছে সেনাবাহিনী-১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যাচের ৫০৮ জন মহিলা অফিসারকে স্থায়ী কমিশন দেওয়ার পর সেনাবিহিনী সরকার থেকে কর্ণেল পদে ১৫০টি শূণ্যপদ নিয়ছে যাতে এই মহিলা অফিসারদের পদোন্নতি দেওয়া যায়
সেনাবাহিনী যখন ২০০৬ পর্যন্ত ব্যাচের জন্য কর্ণেল পদের জন্য একটি পদোন্নতি বোর্ড গঠন করে, তখন ১২০ জন মহিলা অফিসারক কর্ণেল করা হয়। এরপর কয়েকজন মহিলা অফিসার সুপ্রিম কোর্টে পৌঁছে বলেন, পদোন্নতির ক্ষেত্রে সেনাবাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি।
এরপর আদালত সেনাবাহিনীকে নতুন এসিআর অনুযায়ী পদোন্নতি দিতে বলে। এরপর সেনাবাহিনী আরও ৮ জন মহিলা অফিসারকে পদোন্নতি দিয়েছে। পরে পদোন্নতি না পেয়ে ফের আদালতে যান কয়েকজন মহিলা কর্মকর্তা।
সোমবার আদালত মামলাটি খারিজ করে বলেন, সেনাবাহিনী পদোন্নতির বিষয়ে নির্দেশনা পালন করেচে। সেনাবাহিনীর তরফে কর্ণেল সারিকা পেন্ডেলওয়ার আদালতকে জানান যে ২০০৯ সাল পর্যন্ত ব্যাচের জন্য ১৫০ টি শূণ্যপদ নেওয়া হয়েছে। এরমধ্যে ৮ জন অতিরিক্ত মহিলা কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।