• বোতাম টিপলেই পদ্মে ভোট! EVM নিয়ে অভিযোগ, উত্তেজনা মালদার বুথে
    এই সময় | ০৭ মে ২০২৪
  • মালদায় এক ভোটকেন্দ্রে EVM মেশিন নিয়ে গুরুতর অভিযোগ। নির্দিষ্ট একটি বুথের ইভিএম মেশিন যে বোতামে ভোটদান করা হোক না কেন, ভোট পড়েছে পদ্মফুল অর্থাৎ বিজেপির চিহ্নে। এমনই অভিযোগ উঠেছে মালদায় কালিয়াচক এক নং ব্লকের একটি বুথে। পরবর্তীতে EVM মেশিন পালটে ভোটদান প্রক্রিয়া শুরু হয়।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক নং ব্লকের সিলামপুর পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলে। এক ভোটারের বিষয়টি নজরে আসে। তিনিই ভোটদান করে বাইরে এসে সকলকে বিষয়টি জানান। এরপরেই ওই ভোটকেন্দ্রে বিক্ষোভ দেখান ভোটাররা। ভোটারদের বিক্ষোভের পরে প্রায় ঘণ্টাখানেক ভোটগ্রহন বন্ধ থাকে ওই ভোটকেন্দ্রে। পরবর্তীতে নতুন ইভিএম মেশিন এনে আবারও ভোটগ্রহণ শুরু হয়। যদিও বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে ওই এলাকায়। ঘটনার কথা অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার।

    এদিকে, মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপির কাছে বড় ভরসা ইংরেজবাজার পুরসভা এলাকার ভোট। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সকাল থেকেই শহরে বুথে বুথে টহল দিয়েছেন। একের পর এক অভিযোগ করে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে নিয়ে উত্তেজনা ছড়ায় ৮ নম্বর ওয়ার্ডের বুথে। শ্রীরূপা বুথের সামনে গিয়ে ভিড় দেখে পুলিশকে প্রায় ধমকে অভিযোগ করেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহরের তৃণমূল নেত্রী কাকলি চৌধুরী ওয়ার্ডের বস্তিবাসীদের নিয়ে এসে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে জ্যাম করার চেষ্টা করছেন।

    ১১টা পর্যন্ত কত ভোট পড়ল রাজ্য়ে? এক নজরে জানুন বিস্তারিত

    এরপর পুলিশ লোকজন সরানোর চেষ্টা করতেই শ্রীরূপার বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে মহিলারা চিৎকার করতে থাকেন, ‘আমরা উৎসবের মতো ভোট করি। আর উনি এসেছেন গোলমাল করতে!’ বিজেপি প্রার্থী শ্রীরূপাও পালটা চিৎকার করতে করতে এলাকা ছাড়েন।

    পরে তিনি বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোকজন নিয়ে এসে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে ভিড় জমানোর চেষ্টা করছেন। আর আমি বুথে কতক্ষণ থাকছি, তা নিয়ে তিনি কোনও অভিযোগ করছেন। সেই এক্তিয়ার কি তাঁর রয়েছে?’ তিনি জানান, আমি এই কেন্দ্রের প্রার্থী৷ আমি বুথে কতক্ষণ রয়েছি তা দেখার জন্য সিসিটিভি রয়েছে৷ কিন্তু কাউন্সিলর আজ শুধুমাত্র একজন ভোটার৷ তার বাইরে কিছু নয়৷ গত তিনদিন ধরে এই কাউন্সিলর, কাকলি চৌধুরী এলাকায় ঝামেলা পাকাচ্ছেন। ওদিকে কাউন্সিলর কাকলি চৌধুরীর বক্তব্য, ‘নির্বাচনের প্রার্থী হিসাবে শ্রীরূপা মিত্র বুথে ঢুকতেই পারেন৷ কিছু বলার নেই৷ কিন্তু ২০ মিনিটের বেশি সময় ধরে তিনি কেন বুথের ভিতর থাকবেন? আমরা সুষ্ঠুভাবে ভোট চাই । কিন্তু শ্রীরূপা মিত্র ঝামেলা পাকানোর চেষ্টা করছেন৷’
  • Link to this news (এই সময়)