• ‌গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস
    আজকাল | ০৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর চুক্তির প্রস্তাবে রাজি হল প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বিষয়টি মিশরীয় ও কাতারের মধ্যস্থতাকারীদেরও জানিয়েছে গোষ্ঠীটি। সোমবার যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তাঁদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাঁদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। অন্যদিকে, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের বিবৃতির বিষয়ে আমেরিকা কোনও মন্তব্য করবে না বলে জানিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ায় হামাসকে স্বাগত জানিয়েছে ইরান। এদিকে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যালেস্তাইনিরা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইজরায়েল বাহিনী গাজায় পাল্টা হামলা শুরু করে। ইজরায়েল বাহিনীর হামলায় গাজায় এখনও পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জন মারা গেছেন। আহতের সংখ্যা অন্তত ৭৮ হাজার ১০৮ জন।
  • Link to this news (আজকাল)