• ভোট চলাকালীন বিজেপি প্রার্থীকে ‘‌‌‌মারধর’‌, তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট চলাকালীন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে মারধর করা এবং হুমকি দেওয়ার অভিযোগে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হল। গোটা ঘটনাটি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন খোদ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর ৪৪ নম্বর মীরের গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান রঘুনাথগঞ্জ–১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ। সেই সময় বুথে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বিজেপি প্রার্থীকে বুথের ভেতরে দেখার পর তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ করেন ধনঞ্জয়বাবু ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে গৌতম ঘোষের বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় বলে অভিযোগ। আরও অভিযোগ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই দুই নেতা একে অপরকে ধাক্কা দেন। গোটা ঘটনাটি জানিয়ে ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে পৃথকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশনের তরফে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি রঘুনাথগঞ্জ থানায় গিয়ে গৌতম ঘোষের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তাঁর অভিযোগ, ‘‌বুথের মধ্যে সাংবাদিকরা তাঁদের ক্যামেরা ‘‌অন’‌ করার আগেই গৌতম ঘোষ আমাকে লাথি–ঘুষি মেরেছে। আমার নিরাপত্তারক্ষীরা কোনওমতে আমাকে উদ্ধার করে।’‌  গৌতমবাবু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‌বিজেপি প্রার্থী আগে আমার গায়ে হাত দিয়েছেন। গোটা ঘটনা সংবাদমাধ্যমের ক্যামেরায় রেকর্ড রয়েছে।’‌ 
  • Link to this news (আজকাল)