• ‌‘‌ভুয়ো’‌ এজেন্ট ধরলেন সেলিম, মুর্শিদাবাদের বাম প্রার্থীকে শুনতে হল ‘‌গো ব্যাক’‌ স্লোগান...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃতীয় দফায় এদিন বাংলার চার কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ। এখানে বাম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি এদিন মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে এক ‘‌ভুয়ো’‌ এজেন্ট ও ভোটারকে হাহেনাতে ধরে ফেলেন। অভিযোগ, বুথ থেকে ওই এজেন্টকে কলার ধরে বের করে দেন সেলিম। এদিকে, অভিযোগ উঠেছে, এক তৃণমূল কর্মীকে মারধর করেছেন সেলিম। কেশবপুর অবৈতনিক বিদ্যালয়ের বুথ থেকে আরও এক ‘‌ভুয়ো’‌ এজেন্টকে ধরেন সেলিম। প্রসঙ্গত, রানিনগর ৩৪ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পান মহম্মদ সেলিম। মার খেয়ে ওই এজেন্ট কলাবাগানে লুকিয়ে পড়েন। এর পরই ইসলামপুরের গোপীনাথপুরে বুথে হাজির হন সেলিম। কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন সেলিম। ওই ভুয়ো এজেন্টকে শেষ অবধি গ্রেপ্তার করা হয়। এরপরই পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূল কর্মী–সমর্থকরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় বলে অভিযোগ। পাল্টা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিমও। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগও উঠেছে। যদিও সেলিমের দাবি, লোচনপুরে বুথে অবৈধ জমায়েত করা হয়েছে। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জেলাশাসককে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, রানিনগর এলাকার একাধিক বুথে তৃণমূল এজেন্টকে ঢুকতে না দেওয়া এবং তৃণমূল সমর্থকদের বুথে পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাম–কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে।
  • Link to this news (আজকাল)