• ‌সুতিতে ঘুগনি–মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের ...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি আর ঘুগনি। এমনই অভিযোগ ঘিরে মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল–২ গ্রাম পঞ্চায়েত এলাকার পারুলিয়া গ্রামে। অভিযোগ উঠেছে, ওই গ্রামের ১৭ নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথ থেকে ভোট দিয়ে বার হলেই বিজেপির ক্যাম্প অফিস থেকে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি মুড়ি এবং ঘুগনি। ভোটাররা ‘‌নির্দিষ্ট প্রতীকে’‌ ভোট দান করার পর বিজেপির ক্যাম্প অফিস থেকে মুড়ি এবং ঘুগনি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই ঘটনা নজরে আসার পর বিজেপির বিরুদ্ধে ঘুগনি এবং মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মহিষাইল–২ অঞ্চল সভাপতি নবিরুল ইসলাম বলেন, ‘‌ভোটদান কেন্দ্র থেকে কিছুটা দূরে বিজেপির একটি ক্যাম্প অফিস করা হয়েছে। সেখান থেকেই ভোটারদের মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজেপি মুড়ি এবং ঘুগনি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।’‌ তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ক্যাম্প অফিস থেকে কেবলমাত্র বিজেপি কর্মীদেরই মুড়ি এবং ঘুগনি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে না। অন্যদিকে রঘুনাথগঞ্জের গিরিয়া–সেকেন্দ্রা অঞ্চলে দুটি বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তিনি অভিযোগ করেন বিজেপি এজেন্টদের কাছ থেকে তৃণমূলের গুন্ডারা প্রয়োজনীয় নথি কেড়ে নিয়েছে। পরে তিনি একজন এজেন্টকে বুথে বসাতে সক্ষম হন। 
  • Link to this news (আজকাল)