• ‌তাপমাত্রা কমল অনেকটাই, মঙ্গলবারও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা...
    আজকাল | ০৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবারের ঝড়বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। মঙ্গলবারও কলকাতা–সহ মোট ১১ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতা–সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০–৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৪০–৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই এই বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 
  • Link to this news (আজকাল)