• তাহলে কি শ্রেয়স আইয়ারের উপর নজর রাখছে বোর্ড
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল শুরুর আগে যে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছিল, তাঁদের মধ্যে থেকে শ্রেয়স আইয়ার বাদের তালিকায় ছিলেন৷ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রতি নজর রাখছে বিসিসিআই৷ ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ সেই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন৷ তিনি বলেছেন, বিরাট কোহলির ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে তাঁর ব্যাটনটা নিয়েছেন রোহিত শর্মা৷ কিন্ত এখন প্রশ্ন, রোহিত শর্মা যদি সেই দায়িত্ব থেকে সরে যান, সেই জায়গাটা ভরাট করবেন কোন ক্রিকেটার, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা রয়েছে৷ অনেকের মতে, যশপ্রীত বুমরা, শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ভাবনাচিন্তা রয়েছে৷ পরবর্তী অধিনায়কের দৌড়ে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম ঘোরাফেরা করছে৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়স আইয়ার৷ প্রাক্তন নির্বাচক প্রসাদ জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই শ্রেয়সকে পরবর্তী অধিনায়ক হিসেবে সামনে রাখা হয়েছিল৷ এমনকি ভারত ‘এ’ দলের অধিনায়ক থাকার সময় তাঁর দক্ষতা নজর কেড়েছিল৷ সেই কারণে শ্রেয়সের সম্ভাবনা ছিল আগামী দিনে অধিনায়ক হওয়ার৷ কিন্ত্ত গত দু’বছর আগে যদি শ্রেয়সকে বাছাই করে নেওয়া হত, তাহলে অন্য কথা ছিল৷ ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক তিনি ছিলেন, তখন দশটা সিরিজ খেলা হয়েছিল৷ তার মধ্যে আটটিতে জয়লাভ করেছিলেন শ্রেয়স আইয়াররা৷ শ্রেয়সকে সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ধীরে ধীরে তুলে আনার একটা প্রকল্প ছিল৷ তখনই বলা হয়েছিল, কোহলি ও রোহিত শর্মার পরে ভারতীয় দলে সব ধরনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শ্রেয়সকেই বেছে নেওয়া উচিত৷ প্রথম বছর আইপিএল ক্রিকেটে শ্রেয়স আইয়ার সেইভাবে সফল হননি৷ ২০২১ সালে তাঁরই নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠেছিল৷ পয়েন্টের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি দল৷
    তবে প্রসাদের মতে, প্রত্যেকেই যদি তাঁর পাশে না থাকেন, তাহলে সফল হওয়া বেশ কঠিন৷ বলতে দ্বিধা নেই, শ্রেয়স ধীরে ধীরে আরও বেশি পরিণত হচ্ছেন৷ কলকাতা দলের অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা আরও বেশি সফল হয়েছে৷ দল মানে শুধু ক্রিকেটার নয়, প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় থাকা উচিত৷ সেই জায়গাটা তৈরি করেছেন ইতিমধ্যেই শ্রেয়স আইয়ার কেকেআর শিবিরে৷ শ্রেয়সের বেশি বয়স নয়৷ তাই তাঁর উপরে নির্ভর করা যেতেই পারে৷ আশা করা যায়, দু’তিন বছরের মধ্যেই শ্রেয়স একজন দুর্দান্ত অধিনায়ক হয়ে উঠবেন৷ প্রসাদের ভাবনার সঙ্গে বোর্ডের কর্মকর্তারা সহমত পোষণ করেছেন৷
    শ্রেয়স চোট সারিয়ে মাঠে ফিরতেই একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডারকে ভরসা দিয়েছেন৷ তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে সেইভাবে তিনি রান পাননি৷ এমনকি, লাল বলের ক্রিকেটেও চেনা ফর্ম খুঁজে পাওয়া যায়নি৷ দক্ষিণ আফ্রিকা সফরের পরে বিসিআইয়ের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল রঞ্জি ট্রফি খেলতে হবে৷ শ্রেয়স সেকথা শোনেননি৷ তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল৷ আশা করা যাচ্ছে ভারতীয় দলে পরবর্তী অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকেই দেখতে পাওয়া যাবে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)