• সাবধান! সামান্য স্যান্ডউইচ খেয়েই হাসপাতালে ভর্তি প্রায় ৬০০ জন...
    ২৪ ঘন্টা | ০৭ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্যান্ডউইচ খেয়ে ৫৬০ জন হাসপাতালে ভর্তি ভিয়েতনামে। এঁদের মধ্যে ছয় এবং সাত বছরের দুই শিশু-সহ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ ভিয়েতনামে একটি দোকান থেকে সেখানকার ঐতিহ্যবাহী 'বানহ্ মি স্যান্ডইউচ' খাওয়ার পর তাঁরা সকলেই ফুড পয়জনিংয়ে আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

    এ ঘটনার জেরে ডং নাই প্রদেশে অবস্থিত ওই বেকারিটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে স্যান্ডউইচগুলি নষ্টে হয়ে যেতে পারে। তবে, এরকম একটা দোকান যে, এ বিষয়ে সচেতন থাকবে না, এটা বিশ্বাস করতে পারছেন অনেকেই। তবে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ওই বেকারি খাদ্যের ন্যূনতম নিরাপত্তামান পূরণ করেনি। এই বানহ্ মি স্যান্ডউইচ ভিয়েতনামের এক ঐতিহ্যবাহী খাবার।  গতকাল, সোমবার লং খান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ এপ্রিল বাং বেকারি থেকে ওই স্যান্ডউইচ খাওয়ার পর অন্ততপক্ষে ৫৬০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে ২০০ জনকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই বেকারি থেকে প্রতিদিন ১১০০টি স্যান্ডউইচ বিক্রি করা হয়। তবে এদিন ওই বেকারি থেকে যাঁরা স্যান্ডউইচ খেয়েছেন তাঁদের অনেকেই ডায়রিয়া, বমি, জ্বর এবং পেটব্যথায় আক্রান্ত হয়ে পড়েছেন। ওই স্যান্ডউইচ খেয়ে এক মহিলা তাঁর তিন সন্তানকে নিয়ে আইসিইউতে ভর্তি হন। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিস। 
  • Link to this news (২৪ ঘন্টা)