Swimming Pool Saltlake : সাঁতার প্রশিক্ষণে বিপত্তি, নিউ টাউনের সুইমিং পুলে মর্মান্তিক পরিণতি কিশোরীর
এই সময় | ০৭ মে ২০২৪
সল্টলেকে দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে পুলিশ সূত্রে খবর। মৃত ছাত্রীর নাম এলিনা দত্ত ভট্টাচার্য (১৫)।জানা গিয়েছে, এলিনা দত্ত ভট্টাচার্য নাম ওই ছাত্রী নিউটাউন স্কুলে পড়াশোনা করতো। দশম শ্রেণির ছাত্রী ছিল সে। মঙ্গলবার সেন্ট্রাল পার্ক সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল ওই ছাত্রী। সেন্ট্রাল পার্ক সুইমিং পুলে ওই ছাত্রী সাঁতার প্র্যাকটিস করতো বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আজ, সাতাঁর কাটার সময়েই দুর্ঘটনা ঘটে যায়। সুইমিং পুলে জলে ডুবে মৃত্যু হয় ওই ছাত্রীর। সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। ওই ছাত্রী সল্টলেক AE ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উত্তর বিধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্র মারফত খবর, আজ সকালে সাড়ে নটা নাগাদ সল্টলেকের এ ই ৬৮০ ব্লকের বাসিন্দা ১৫ বছরের এলিনা দত্ত ভট্টাচার্য সাঁতারের অনুশীলন করতে যায়। মায়ের সঙ্গে সল্টলেকের সুইমিংপুলে আসে সে। তারপরে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন অর্থাৎ সাঁতারুদের ফুসফুসের কার্যকারিতা উন্নত করার জন্য জলে ডুব মারে। বেশ কয়েক মিনিটে পরে না ওঠায় মা এবং অন্যান্য ট্রেইনাররা চিন্তি হয়ে পরে। তখনই আশংকা করা হয়, কিছু একটা বিপদ ঘটেছে। জলে নেমে ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতলে পাঠানো হলে মৃত বলে ঘোষণা করে।
তবে কী ভাবে ওই সাতারুর মৃত্যু হল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা? দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।