• খুচরো নিয়ে ভোগান্তির দিন শেষ, মেট্রোয় এবার টিকিট কাটুন QR Code-এ
    এই সময় | ০৭ মে ২০২৪
  • নিত্যদিনের জীবনে প্রায় প্রত্যেককেই খুচরোর সমস্যার মুখোমুখি হতে হয়। দোকান বাজারে জিনিসপত্র কেনাকাটা, বা বাসে ট্রেনের ভাড়া মেটানো, সব ক্ষেত্রেই তাড়া করে বেড়ায় খুচরো ঘাটতির সমস্যা। সেই তালিকায় বাদ নেই মেট্রোও। অনেক সময় মেট্রো রেলের টিকিট কাটকে গিয়েও খুচরো নিয়ে সমস্যা তৈরি হয়। এবার সেই সমস্যা মিটতে চলছে।মেট্রে স্টেশনের কাউন্টারে টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যার পরিচিত দৃশ্য খুব শীঘ্রই অতীত হতে চলেছে। ডিজিটাল লেনদেনের এক নতুন পন্থা হিসাবে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ভিত্তিক টিকিটিং ব্যবস্থা খুব তাড়াতাড়ি চালু করতে চলছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে কাউন্টারে খুচরো টাকা বা পয়সার মাধ্যমে সঠিক ভাড়া দিতে গিয়ে বর্তমানে মেট্রো যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা মিটে যাবে বলে আশা করা হচ্ছে।

    কোথায় হল মহড়া?স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস ( ক্রিস ) এর সহায়তায় মেট্রো কর্তৃপক্ষ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করতে চলেছে। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে আজ মঙ্গলবার গ্রিন লাইনের শিয়ালদা স্টেশনে এই ব্যবস্থার মহড়া সম্পন্ন হয়েছে। এমনকী পি উদয় কুমার রেড্ডি নিজে এই ব্যবস্থার মাধ্যমে একটি টিকিট কাটেন। মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন্স ম্যানেজার শ্রী সৌমিত্র বিশ্বাসের উদ্যোগে ও তৎপরতায় এই নতুন টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে বলে জানা গিয়েছে

    কী ভাবে কাটতে হবে টিকিট?মহড়া সম্পূর্ণ হলে নতুন এই টিকিটিং ব্যবস্থা প্রথমে গ্রিন লাইনে চালু হবে। এই সুবিধা নিতে আগ্রহী যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্মার্ট ফোনের সাহায্যে স্ক্যান করে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে যাত্রীদের। লেনদেন সম্পূর্ণ হলে QR Code বেসড কাগজের টিকিটটি তিনি হাতে পাবেন এবং মেট্রোয় সফর করতে পারবেন। শুধু টিকিটই নয়, এই ব্যবস্থার মাধ্যমে মেট্রো যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

    কলকাতা মেট্রোর গ্রিন লাইনে এই ব্যবস্থা সফল হলে যাত্রীদের সুবিধার্থে তা ব্লু লাইন , পার্পল লাইন ও অরেঞ্জ লাইনেও চালু করা হবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এদিনের মহড়ায় উপস্থিত ছিলেন মেট্রো রেল , স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস-এর শীর্ষ আধিকারিকরা।
  • Link to this news (এই সময়)