• Weather Forecast : কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টি শুরু ৭ জেলায়, কতদিন চলবে দুর্যোগ?
    এই সময় | ০৭ মে ২০২৪
  • এবার ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই ফের একবার দুর্যোগের ভ্রুকুটি। প্রবল গতিতে ধেয়ে আসতে চলেছে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এই জেলাগুলি হল- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার আরও বৃষ্টি বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবারও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ এবং মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ওডিশা থেকে রাজস্থান পর্যন্ত তা বিস্তৃত। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে তা গিয়েছে। আর এর ফলেই প্রচুর পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে।

    সোমবারও কলকাতা সহ জেলায় জেলায় হয় ঝড়-বৃষ্টি। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।
  • Link to this news (এই সময়)