• Hajj Yatra 2024: এবারের হজ যাত্রায় নিয়মের কড়াকড়ি, না মানলেই পড়তে হবে বিপদে
    এই সময় | ০৭ মে ২০২৪
  • সাম্প্রতিক একটি উন্নয়নে সৌদি হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়া আনুষ্ঠানিকভাবে নুসুক কার্ড চালু করেছেন। যা বৈধ হজযাত্রীদের বিতরণ করা হবে।চলতি বছরের হজযাত্রা শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সৌদি সরকার। এবার থেকে হজযাত্রা করতে গেলে তীর্থযাত্রীদের মানতে হবে সৌদি সরকারের কড়া নিয়ম। নতুন নিয়ম অনুসারে একটি ট্যাগিং ব্যবস্থা চালু করা হয়েছে। যার মাধ্যমে অবৈধ হজযাত্রীদের মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে।

    সৌদি হজ মন্ত্রকের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য আসন্ন হজ তার্থযাত্রার মরশুমে প্বিত্র স্থাগুলিতে অনুমোদিত হজ যাত্রীদের মসৃণ এবং নিরাপদ অ্যাক্সেস নিশ্চিত করা।

    ইন্দোনেশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে নুসুক কার্ডের উদ্বোধনী ব্যাচ ইন্দোনেশিয়া হজ মিশনে উপস্থাপন করা হয়। নুসুক কার্ড ফিজিক্যাল এবং ডিজিটাল দুই ফর্ম্যাটেই পাওয়া যাবে। প্রতিটি তীর্থযাত্রী সম্পর্কে ব্যাপক তথ্য পাওয়া যাবে এই কার্ডের জন্য নথিভুক্তির মাধ্যমে।

    নুসুক কার্ড থাকলেই এন্ট্রি পাওয়া যাবে-

    সৌদি আরবের পবিত্র স্থানগুলিতে অ্যাক্সেস বা ঘোরার অনুমতি পেয়ে এবং সৌদি আরবের মক্কা নগরীতে যাওয়ার জন্য বৈধ তীর্থযাত্রীদের সব সময় নুসুক কার্ডটি বহন করতে হবে।

    বিদেশী হজযাত্রীরা তীর্থযাত্রার ভিসা পাওয়ার পর তাদের নিজ নিজ হজ অফিস থেকে নুসুক কার্ড পাবেন, যেখানে অভ্যন্তরীণ হজ যাত্রীরা হজ পারমিট পাওয়ার পর মনোনীত পরিষেবা প্রদানকারীর কাছ থেকে এটি পেতে পারেন।

    সৌদি আরব মুসলমানদের সতর্ক করেছে-

    হজ মন্ত্রকের তরফে নুসুক কার্ডটিকে একটি সরকারি মুদ্রিত কার্ড হিসেবে বর্ণনা করে যা বৈধ হজ যাত্রীদের অন্যদের থেকে আলাদা করে। কার্ডটির ডিজিট্যাল সংস্করণটি সৌদি অ্যাপ নুসসুয়াক এবং তাওয়াকালনা-এর মাধ্যমে অ্যাক্সস করা যাবে। ট্যাগিং ব্যবস্থা চালু করার পাশাপাশি সৌদি আরব সক্রিয়ভাবে মুসলমানদের হজ সম্পর্কিত জাল প্রচারণা এবং ওয়েবসাইটের শিকার হওয়ার বিরুদ্ধে সতর্ক করছে।

    তবে এই প্রথমবার নয়, চলতি বছরের রমজান মাস থেকেই হজ যাত্রার প্রস্তুতি শুরু করেছিল সৌদি সরকার। সেই মতো প্রথমেই ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন নিয়ে আসা হয়। এবছর থেকে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিনের গণনা সুরু হবে। আগে ওমরাহ ভিসার ৯০ মেয়াদের গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর থেকে। কিন্তু এবার থেকে ভিসা ইস্যুর দিন থেকেই শুরু হয়েছে ৯০ দিনের মেয়াদ গণনা। এবার সেই নতুন নিয়মে যোগ হল নুসুক কার্ড।
  • Link to this news (এই সময়)