• Lok Sabha Election 2024: লড়াইতে অধীর-মহুয়া-দিলীপ-ওয়াইসি সহ ১৭১৭ প্রার্থী, চতুর্থ দফার লোকসভা ভোট কবে?
    এই সময় | ০৭ মে ২০২৪
  • তৃতীয় দফার নির্বাচন মিটতে না মিটতেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচনের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আগামী ১৩ মে ১০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের১,৭১৭ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের নির্বাচন কমিশন।সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের জন্য ৯৬ টি আসনে মোট ৪,২৬৪টি মনোনয়ন দাখিল করা হয়েছে। কিন্তু জমা দেওয়ার সময় সমস্ত মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১,৯৭০টি মনোনয়ন বৈধ বলে প্রমানিত হয়েছে। নির্বাচনী প্যানেল সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।

    ভারতের নির্বাচন কমিশনের একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, তেলেঙ্গানায় ১৭ টি সংসদয় আসন থেকে সর্বাধিক ১,৪৮৮টি মনোনয়ন ফর্ম ছিল, তারপরে অন্ধ্র প্রদেশের ৪টি ফেজে ১৫ টি আসন থেকে ১,১০৩ টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানানো হয়েছে।

    অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ রাজ্যের সমস্ত ২৫ টি আসনে ১৩ মে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে আমলাপুরম, আনাকাপল্লে, অনন্তপুর, আরাকু, বাপটলা, চিত্তুর, এলুরু, গুন্টুর, হিন্দুপুর, কাদাপা, কাকিনদা, কুরনুল, মাছিলিপত্তনম, নান্দিয়াল, নরসারোপেট, নরসাপুরম, রাজামপেট, শ্রীকাকুলাম, তিরুপতি, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরম।

    বিহার-১৩ মে পাঁচটি আসনে ভোট হবে বিহারে। বেগুসরাই, দারভাঙ্গা, মুঙ্গের, সমষ্চিপুর এবং উজিয়ারপুর আসনে হবে ভোট।

    জম্মু ও কাশ্মীর-শ্রীনগরের মানুষ ১৩ মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    মধ্যপ্রদেশ-এখানে ২৯ টি আসনের মধ্যে মাত্র আটটি আসনে নির্বাচন হবে। দেওয়াস, ধর, ইন্দোর, খান্ডওয়া, খারগোন, মন্দসুর, রতলাম এবং উজ্জয়িনি।

    ঝাড়খণ্ড-খুন্তি, লোহারদাগা, পলামু এবং সিংভূমে সোমবার ভোটগ্রহণ হবে।

    মহারাষ্ট্র-এখানে মোট ৪৮ টি লোকসভা আসনের মধ্যে ১১ টি আসনে চতুর্থ দফায় নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে আহমেদনগর, ঔরঙ্গাবাদ, বিড, জলগাঁও, মাভাল, নন্দুরবার, পুণে, রাভার, শিরডি এবং শিরুর।

    ওড়িশা-এখানের বেরহামপুর, কালাহান্ডি, কোরাপুট এবং নবরঙ্গপুরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

    উত্তরপ্রদেশ-ইউপিতে ১৩ মে মোট ১৩ টি আসনে ভোট হবে। সেগুলি হল আকবরপুর, বারাইচ, ধৌরাহরা, ইটাওয়া, ফারুখাবাদ, হারদোই, কনৌজ, কানপুর, খেরি, মিসরিখ, সীতাপুর, শাহজাহানপুর এবং উন্নাও।

    তেলেঙ্গানা-সমস্ত ১৭ টি আসনে চতুর্থ দফার নির্বাচন হবে। এগুলি হল, আদিলাবাদ, ভঙ্গির, চেভেল্লা, হায়দ্রাবাদ, করিমনগর, খাম্মাম, মাহাবুবাবাদ, মাহবুবনগর, মালকাজগিরি, মেদক, নাগারকুরনুল, নালগোন্ডা, নিজামবাদ, পেদ্দাপাল্লে, সেকেন্দ্রাবাদ, ওয়ারাঙ্গল এবং জাহিরবাদ।

    পশ্চিমবঙ্গ-চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, পূর্বা, বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর এবং রানাঘাটে ভোট হবে।

    চতুর্থ দফার নির্বাচনেও প্রার্থী তালিকায় রয়েছে বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীর নাম। যেমন বেগুসরাইতে গিরিরাজ সিং, কনৌজে অখিলেশ যাদব, হায়দ্রাবাদে ওয়াইসি। এছাড়াও পশ্চিমবঙ্গের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, রয়েছেন দিলীপ ঘোষ, শত্রুঘ্ন সিনহা এবং শতাব্দী রায়ের মতন তারকা প্রার্থী।
  • Link to this news (এই সময়)