PM Modi On Muslim Reservation : 'মুসলিম বোনেরা জানেন আমি খাঁটি মানুষ!' মেরুকরণ বিতর্কে মুখ খুললেন মোদী
এই সময় | ০৭ মে ২০২৪
ধর্মীয় মেরুকরণ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। এই নিয়ে এবার মুখ খুললেন মোদী। সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের দল না তো মুসলিমদের বিপক্ষে আর না ইসলাম বিরোধী।' তিনি ব্যাখ্যা দিয়ে জানালেন, লোকসভা ভোটের প্রচারে মুসলিম ইস্যুতে যে মন্তব্য করেছেন তা কখনওই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ছিল না।সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, 'আমরা মুসলিমদের বিপক্ষে নই। ইসলাম বিরোধীও নই। এটা আমাদের কাজ নয়। মুসলিম সম্প্রদায় সবটাই বুঝতে পারছে। তিন তালাক প্রথা বাতিল করার সময়, মুসলিমদের আয়ুষ্মান কার্ড দেওয়ার সময় কিংবা কোভিড টিকাকরণের সময় মুসলিম বোনারা বুঝতে পেরেছেন আমি একজন প্রকৃত মানুষ, খাঁটি মানুষ। যে কোনওদিন ধর্মের ভেদাভেদ করে না।' কংগ্রেস অনবরত মুসলিমদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে দিতে উদ্যত বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
তিনি কি ইসলাম ধর্ম এবং হিন্দু-মুসলিম একতার বিরুদ্ধে?নরেন্দ্র মোদী বলেন, 'যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল তখনই BJP তাদের ইস্তেহারে রাম মন্দির নির্মাণ এবং অনুচ্ছেদ ৩৭০ বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল। ১০০ শতাংশের কথা বললে অবশ্যই সমস্ত সম্প্রদায়ের প্রসঙ্গ আনা উচিত। সেখানে সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি দেওয়া ছিল। ধর্ম নিরপেক্ষতার কথা ছিল। মোদী আপনাদের আশ্বস্ত করছে এই প্রতিশ্রুতিগুলি যেন পূরণ হয়।'
'আমরা ইসলাম বিরোধী নই, মুসলিমদের বিপক্ষেও নই'নরেন্দ্র মোদীসংখ্যালঘু সম্প্রদায়কে বিচার বিবেচনা করে দেখার আর্জি জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'দেশ উন্নতির দিকে এগোচ্ছে। কোনও নির্দিষ্ট সম্প্রদায় যদি পিছিয়ে থাকে তাহলে খতিয়ে দেখা উচিত সেটা কেন হচ্ছে? কংগ্রেসের শাসন কালে কি আপনারা সরকারি প্রকল্পের সুবিধা পেতেন? আপনারা যদি লাগাতার ভেবে যান কাকে মসনদে বসাবেন আর কাকে ক্ষমতাচ্যুত করবেন তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ে বদল আসছে।'
কংগ্রেসকে একহাত নিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'যারা দেশের সংবিধানকে অবমাননা করে তাদের বড় বড় কথা বলার কোনও অধিকার নেই। সংবিধানের একটা স্পিরিট রয়েছে এ দেশে। সংবিধান কেবলমাত্র বিচারপতি এবং আইনজীবীদের জন্য নয়। আমি যখন সংসদে সংবিধান দিবস পালনের উদ্যোগ নিয়েছিলাম খাড়গেজি তার বিরোধিতা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ২৬ জানুয়ারি যখন পালন করা হয় তাহলে এটার কী দরকার।'