Lalu Prasad Muslim Reservation Comment : মুসলিমদের সম্পূর্ণ সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল লালুর, বিতর্কে জড়াতেই ইউটার্ন যাদব কুলপতির
এই সময় | ০৭ মে ২০২৪
মুসলিমদের সম্পূর্ণ সংরক্ষণ দেওয়া উচিত। লালু প্রসাদ যাদবের মন্তব্যে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, 'দেশের শাসকদল সংরক্ষণ তুলে দিতে চাইছে। সংবিধান বদল করতে চাইছে ওরা।' কিন্তু, বিতর্ক তুঙ্গ উঠতেই আচমকা ইউটার্ন যাদব কুলপতির।মুসলিম সংরক্ষণের হয়ে জোরাল সওয়াল লালু প্রসাদ যাদবেরবিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'সংবিধানে সংরক্ষণ নিয়ে যা বলা রয়েছে তা বদলে দিতে চায় BJP।' এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, 'OBC-দের থেকে কোটা ছিনিয়ে নিয়ে মুসলিমদের দিতে চায় কংগ্রেস।' ফলে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনলে বড় বিপদ ডেকে আনবেন বলে দেশবাসীকে সতর্ক করেছেন মোদী। পালটা লালু প্রসাদ যাদব বলেন, 'মুসলিমদের কি সংরক্ষণের সুবিধা পাওয়া উচিত নয়? তাদের সম্পূর্ণ সংরক্ষণ প্রয়োজনীয়। BJP উস্কানিমূলক মন্তব্য করছে।' প্রধানমন্ত্রীর 'অবকি বার ৪০০ পার' মন্তব্যকেও কটাক্ষ করেছেন লালু। তিনি বলেন, 'ওহ খুদ হি পার হো গ্যায়ে হ্যায়। ভোটের ফল আমাদের পক্ষেই থাকবে।'
বিতর্কের মুখে ইউটার্ন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীরমুসলিমদের সংরক্ষণ নিয়ে তাঁর মন্তব্য বিতর্ক তৈরি হওয়ার পরই ইউটার্ন লালু প্রসাদ যাদবের। তিনি সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে বলেন, 'মণ্ডল কমিশন আমি লাগু করেছিলাম। সংরক্ষণ সামাজিক ভিত্তিতে করা হয়, ধর্মের ভিত্তিতে নয়। অটল বিহারী বাজপেয়ীর আমলে সংবিধানের রিভিউ কমিশন বসানো হয়েছিল। তৃতীয় দফা নির্বাচনে আমাদের পক্ষেই জনতার রায় আসবে, তা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ওরা মানসিক চাপ তৈরি করার জন্য ৪০০ পারের গল্প শোনাচ্ছেন। ২০০ পার করতে পারবে কি না সন্দেহ।'
মোদীর পালটা জবাবনরেন্দ্র মোদী এদিন মুসলিম সংরক্ষণ ইস্যুতে বলেন, 'রাতারাতি এমন আইন তৈরি হয়েছিল, কর্নাটকে সমস্ত মুসলিমকে OBC ঘোষণা করা হয়েছিল। এরপর মুসলিমরা লুট-ডাকাতি করে আসল OBC-দের অধিকার থেকে বঞ্চিত হন।' দেশের জনগণের কাছে তাঁর প্রশ্ন, 'আপনারাই বলুন নিজেদের অধিকার লুটে নিতে দেবেন ওদের?' নাম না করে লালু প্রসাদের মন্তব্যের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, 'আমনা মুসলিমদের বিরুদ্ধেও নই, ইসলাম বিরোধীও নই। এটা আমাদের কাজ নয়। মুসলিম সম্প্রদায় আমাদের বোঝে। আমরা যখন তিন তালাক প্রথা তুলে দিয়েছিলাম, মুসলিমরা দু'হাত ভরে আমাদের সমর্থন জানিয়েছিল। মুসলিম মা-বোনেরা মনে করেন আমি একজন সৎ মানুষ। আমি ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করি না।'