একাধিক চাকরির অফার রিজেক্ট, UPSC ক্র্যাকের রহস্য ফাঁস মধ্যমগ্রামের রিমিতার
এই সময় | ০৭ মে ২০২৪
একের পর এক লোভনীয় চাকরি প্রত্যাখান, লক্ষ্য ছিল IAS অফিসার হওয়া। আর সেই লক্ষ্যেই ধৈর্য্যের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন মধ্যমগ্রামের রিমিতা। দীর্ঘদিনের অধ্যাবসা। অবশেষে সফল হয়েছেন এই বঙ্গ কন্যা। UPSC-তে ৫৬৬ রাঙ্ক করে মধ্যমগ্রামের বাসিন্দা রিমিতা সাহা এলাকার মুখ উজ্জ্বল করেছেন। ‘একটা যুদ্ধ জয়’, জানালেন এই বঙ্গ কন্যা।ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন রিমিতা। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল নজরকাড়া। মেয়েকে বাবা জিজ্ঞাসা করেছিলেন তিনি কী নিয়ে পড়াশোনা করতে আগ্রহী? ইঞ্জিনিয়ারিংকে বেছে নেন তিনি। দুর্গাপুর থেকে পড়াশোনা করেন রিমিতা, ঘরে আসে গোল্ড মেডেলও। এলাকায় মেধাবী ছাত্রী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। এরপর দিল্লি আইআইটি থেকে এম টেক করা তাঁর। সেখানেও মেলে গোল্ড মেডেল। পরবর্তীতে দেশের কিছু নামকরা সংস্থায় চাকরি পান তিনি।
কিন্তু, রিমিতার লক্ষ্য ছিল IAS হওয়ার। সেই মোতাবেক প্রস্তুতিও নিতে শুরু করেন তিনি এবং পান কাঙ্খিত সাফল্য। এই সাফল্যের জন্য গোটা পরিবারকে পাশে পেয়েছেন বলে জানাচ্ছেন ছাত্রী। আগামীতে দেশের হয়ে কাজ করতে চান মধ্যমগ্রামের রিমিতা। তরুণ প্রজন্মের জন্য দিলেন বিশেষ বার্তাও।
রিমিতা বলেন, 'লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। বাবা মা, পরিবার পাশে থাকলে আর কী লাগবে। আমি অনেকগুলো চাকরি পেয়েছিলাম। কিন্তু, যেহেতু UPSC-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম তাই আর আলাদা করে চাকরিতে যোগ দিইনি। সেই সময় বাবা পাশে দাঁড়িয়েছিলেন। সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি। পাশে থেকেছেন।’
এদিকে তাঁর মা জানান, ছেলে বেলা থেকেই ও পড়াশোনায় ভালো। স্কুলে যখন ভালো ফলাফল করত সেই সময় ওকে বাইরে নিয়ে যেতাম। ছোট ছোট বিষয়গুলোকে সামনে রেখেই ও জীবনের পথে এগিয়ে গিয়েছে। একাগ্রতা দিয়ে লক্ষ্যের জন্য পরিশ্রম করলে সাফল্য ঠিক আসবেই বলে জানান তিনি।
রিমিতার বোন চিকিৎসক হওয়ার জন্য পড়া শোনা করছেন। দিদির সাফল্যে খুশি তিনিও। তাঁর কথায়, ‘দিদির পাশে ছিল গোটা পরিবার। ওর সাফল্যে আমরা অত্যন্ত খুশি। একটা যুদ্ধ শুরু করেছিল। তা শেষ হল।’ খুশি স্থানীয় বাসিন্দারা। আগামীদিনে রিমিতাকে দেখে শিক্ষা পাবেন অনেকেই এবং তাঁরাও এভাবে একাগ্র চিত্তে নিজেদের লক্ষ্যপূরণে ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, রিমিতাকে আগামীর জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর আত্মীয়-প্রতিবেশীরা।