লোকসভা ভোটের আবহে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও চলছে রাজনৈতিক আক্রমণ এবং পালটা আক্রমণের পালা। একাধিক ফেক ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। এমনকী বাদ পড়ছে না বিজ্ঞাপনও। এবার ভাইরাল CEAT টায়ারের একটি বিজ্ঞাপন। সেখানে কি নরেন্দ্র মোদী সরকার হটানোর পক্ষে জোরালো সওয়াল করা হয়েছে?কী ভাইরাল হয়েছে?সম্প্রতি একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, 'মোদী হটাও দেশ বাঁচাও'। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি শপিং ব্যাগের টাকা দিতে অস্বীকার করছেন। হাতেই সমস্ত জিনিস নিয়ে নাকানিচোবানি খাচ্ছেন তিনি। ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে একটি ট্যাগলাইন। লেখা, 'পয়সা বাঁচাতে চাইছেন? মোদী হটাও পয়সা বাঁচাও। মোদী হটাও চাকরি বাঁচাও। মোদী হটাও কন্যাসন্তান বাঁচাও। মোদী হটাও গণতন্ত্র বাঁচাও। মোদী হটাও দেশ বাঁচাও।'
অনুসন্ধানএই ভাইরাল বিজ্ঞাপনের সত্যতা যাচাই করেছে ফ্যাক্টক্রিসেন্ডো। ভাইরাল ভিডিয়ো থেকে স্ক্রিনশট নিয়ে খতিয়ে দেখা হয় ভাইরাল বিজ্ঞাপনটি। রিভার্স ইমেজ পদ্ধতিও ব্যবহার করা হয়। দেখা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। 'বেস্ট CEAT টায়ার পপুলার অ্যাডস কমপাইলেশন-লভিং ইন্ডিয়া' শীর্ষক ওই ভিডিয়োতে প্রথম ৩০ সেকেন্ডে পাওয়া যায় ভাইরাল ভিডিয়োর অংশ। যেটি সম্পূর্ণ এডিট করা হয়েছে। CEAT টায়ারের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই অরিজিনাল বিজ্ঞাপনটি পাবলিশ করা হয়। যেখানে কোনও অ্যান্টি মোদী ট্যাগলাইন ছিল না।
সত্যিটা কী?দেখা গিয়েছে, এটি CEAT টায়ার সংস্থার একটি পুরনো বিজ্ঞাপন। যেটি এডিট করা হয়েছে। চলতি লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।
This story was originally published by Factcrescendo and later translated and edited by Ei Samay Digital as part of Shakti Collective