• SUNITA: যান্ত্রিক ত্রুটির কারণে ভেস্তে গেল সুনীতা উইলিয়ামসের তৃতীয় মহাকাশ যাত্রা...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়া হল না মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। মঙ্গলবারই মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল সুনীতার। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং স্টারলাইনারকে যেতে দেওয়া হল না। ভারতীয় মহাকাশচারীদের মধ্য অন্যতম সুনীতা উইলিয়ামস যিনি মহাকাশের বুকে বহু সময় কাটিয়েছেন। ফ্লোরিডা থেকে মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৪ মিনিটে স্টারলাইনারের যাত্রা শুরু করার কথা ছিল। তবে ৯০ মিনিট আগেই জানিয়ে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটির কারণেই যাত্রা হবে না। সুনীতার সঙ্গে মহাকাশযানে ছিলেন নাসার ব্যারি উইলমোর। তাঁদের দুজনকেই মহাকাশযান থেকে বেরিয়ে আসতে বলা হয়। এরপরই যাত্রা বাতিল বলে ঘোষণা করা হয়। সুনীতা ইতিমধ্যেই ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন। একজন মহিলা মহাকাশচারী হিসাবে এটি একটি রেকর্ড। সুনীতার এবারের যাত্রা তাঁর তৃতীয় যাত্রা হত। 
  • Link to this news (আজকাল)