• JAISHANKAR: ভারত বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলেও কঠিন হতে পিছুপা হয় না: জয়শঙ্কর...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত গোটা বিশ্বের কাছে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। তবে প্রয়োজন পড়লে কঠিন সিদ্ধান্ত নিতে পিছুপা হয় না। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে বিকশিত ভারতে যুবদের ভূমিকা প্রসঙ্গে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই কথা বলেন তিনি। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রসঙ্গটি তুলে ধরেন জয়শঙ্কর। বিকশিত ভারত নিয়ে বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, এই ধারণা বিগত ১০ বছর আগে শুরু হয়েছিল এবং আগামী ২৫ বছরে পূর্ণতা পাবে। আগামী ২৫ বছরে দেশের যুব সমাজ প্রচুর সুযোগ পাবে। এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভারতের অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি সবেতেই নতুন জোয়ার আসবে। চন্দ্রায়নের সফলতা গোটা বিশ্বের কাছে ভারতকে অন্য স্থানে নিয়ে গিয়েছে। ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ভারত এখন অন্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে। অন্যদিকে বালাকোটের ঘটনা এটাও প্রমাণ করে দিয়েছে ভারত সন্ত্রাসের সঙ্গে আপোষ করবে না। 
  • Link to this news (আজকাল)