• এখনই চাকরি যাচ্ছে না ২৬০০০ চাকরি প্রার্থীর, সংক্ষিপ্ত রায়ে জানাল সুপ্রিম কোর্ট...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এখনই চাকরি বাতিল হচ্ছে না ২৬,০০০ চাকরিপ্রার্থীর। চাকরি আপাতত বাতিল রইল। আগামী ১৬ জুলাই ফের শুনানি। মঙ্গলবার শুনানির শুরু থেকেই রাজ্যের তরফে জানানো হয় যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্যানেল বাতিল করার প্রয়োজন নেই। ন্যায্য অন্যায্য বিভাজন করা সম্ভব। সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল কীভাবে আলাদা করা সম্ভব? কমিশন জানায়, "সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করা যাবে।’ কিন্তু শুধুমাত্র কথার ভিত্তিতে কোনো রকম রায় দিতে চায় না শীর্ষ আদালত। আদালতের দাবি, শর্ত ছাড়া কোনো রায় দেওয়া সম্ভব নয়। এরপরেই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। শর্ট অর্ডার দেন প্রধান বিচারপতি। জানানো হয়েছে, যদি স্কুল সার্ভিস কমিশন ন্যায্য অন্যায্য প্রার্থীদের বিভাজন করতে পারে তাহলে পুরো প্যানেল বাতিল করার দরকার নেই। তবে হাইকোর্টের কিছু রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুদ সহ বেতন ফেরতের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে যোগ্য অযোগ্য বিভাজনের পর যাঁরা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তাঁদের টাকা ফেরত দিতেই হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এত শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সে কারণেই এমন সিদ্ধান্ত।
  • Link to this news (আজকাল)