• চিনের ওপর চাপ ভারতীয় নৌবাহিনীর, দক্ষিণ চিন সাগরে কৌশলগত প্রতিযোগিতা...
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য কৌশলগত প্রতিযোগিতায় আবদ্ধ চিন ও ভারত। শক্তি ও সংখ্যার নিরিখে ভারতীয় নৌবাহিনীর ধারে কাছে নেই চিন। সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে ভারতীয় নৌ বাহিনী হাত মেলাতেই চাপ বাড়ছে চিনের ওপর। ভারতীয় নৌবাহিনীর জাহাজ "দিল্লি", "শক্তি" এবং "কিল্টন" সোমবার এসে পৌঁছয় সিঙ্গাপুর বন্দরে। ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইস্টার্ন ফ্লিট, অ্যাডমিরাল রাজেশ ধানকারের নেতৃত্বে এসে পৌঁছয় ভারতীয় নৌবাহিনীর তিন যুদ্ধ জাহাজ। সিঙ্গাপুর পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা বিনিময় করা হয় সিঙ্গাপুর নৌবাহিনী এবং সিঙ্গাপুর ভারতীয় হাই কমিশনারের তরফে। এই সফর ভারত এবং সিঙ্গাপুরের দীর্ঘকালীন বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে। সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে পেশাদারি আলাপ আলোচনা থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনের সঙ্গে মতবিনিময়ের মত একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সফরে। ভারতের এই তিন যুদ্ধজাহাজ মূলত অবস্থান করে দক্ষিণ চিন সাগরে । চিনের পক্ষ থেকে মহাসাগরে তাদের ক্ষমতা বিস্তার করার প্রচেষ্টা চালানো হচ্ছে বহুদিন ধরে। তারই উত্তর হিসেবে কৌশলগত ভাবে ভারতীয় নৌবাহিনী নজরদারি এবং শক্তি প্রদর্শন করে চলেছে। ভারতীয় নৌবাহিনী এবং সিঙ্গাপুর নৌবাহিনীর তিন দশকের আলাপ চাপ বাড়িয়ে চলেছে চিনের ওপর।
  • Link to this news (আজকাল)