• মোরাঘাটে হাতির করিডোরে বাঁধ নির্মাণ করাই চ্যালেঞ্জ
    আজকাল | ০৮ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মোরাঘাটে হাতির করিডোরে বাঁধ নির্মাণ ও খালের পাড় সংস্কারের শুরু হলেও বনদপ্তরের আপত্তিতে সে কাজ আটকে গিয়েছিল। হাতি সহ বন্য জন্তুদের যাতায়াতে পথে এই নির্মাণ বাধা তৈরি করবে বলেই বনদপ্তরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এরপর মঙ্গলবার দুপুরে রেল দপ্তর, সেচ দপ্তর, বনদপ্তর, মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে কাজের গতিপ্রকৃতি সরেজমিনে খতিয়ে দেখলেন। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে হাতি সহ বন্যজন্তুদের যাতায়াতে যাতে কোনও সমস্যা সৃষ্টি না হয়, সেই ভাবেই নির্মাণ করার জন্য পরবর্তীতে একটি বৈঠক ডাকা হবে বলে ধূপগুড়ির মহকুমাশাসক জানালেন।উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এ.ডি.আর.এম রাজেশ গুপ্তা বলেন, "বাঁধ নির্মাণের যে এলাকায় হচ্ছে সেখানে বিভিন্ন দপ্তরের ভূমিকা রয়েছে। সমস্ত দপ্তরের সঙ্গে তাড়াতাড়ি আলোচনায় বসে সমস্যা সমাধানের পথ বের করা হবে বলে তিনি জানান। ধূপগুড়ির মহকুমাশাসক পুষ্পা ডোলমা লেপচা বলেন - হাতি সহ বন্য জন্তুদের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে উঁচু দেওয়ালের বদলে বন্য জন্তুদের চলার উপযোগী সিঁড়ির মতোও ধাপ তৈরি করে এই এলাকায় নির্মাণ করার কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছে। 
  • Link to this news (আজকাল)