• ঝড়বৃষ্টিতে বাংলায় মৃত ১২, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই দিয়ে বৃষ্টি স্বস্তি ফিরিয়েছে বাংলায়। এদিকে সোমবার জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টিতে প্রাণ হারালেন ১২ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ঝড়বৃষ্টিতে পূর্ব বর্ধমানে পাঁচ জন, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে চার জন প্রাণ হারিয়েছেন। নদিয়াতে ইটভাঁটার দেওয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতেও উপরে পড়া গাছের তলায় চাপা পড়ে একজন মারা গেছেন। বাংলার ১২ জন মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করছে। উল্লেখ্য, সোমবারের পর মঙ্গলবারেও দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায়। আজ বিকেলের পর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)