• জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
    আজকাল | ০৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ এবং আশেপাশের এলাকায় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তার আশেপাশের এলাকাতেও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, দুই জায়গাতেই সমুদ্রপৃষ্ঠের ওপর ১.৫ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে জলীয় বাষ্প। আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ১০ মে পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।
  • Link to this news (আজকাল)