• পশ্চিমবঙ্গে ভোট পড়ল ৭৩ শতাংশেরও বেশি, দেশে ভোট মোটের ওপর শান্তিপূর্ণ
    আজ তক | ০৮ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ মোটের ওপর শান্তিতেই হয়েছে। এই দফায় ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ছিল  পশ্চিমবঙ্গের ৪টি আসন। এই ৯৩টি আসনের জন্য ১৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। এর মধ্যে ১২০ জন মহিলা প্রার্থী। তৃতীয় দফায় ভোটই এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুজরাত, কর্নাটক, বিহার এবং মধ্য প্রদেশ সহ যে রাজ্যগুলিতে এদিন ভোটগ্রহণ হল, সেই রাজ্যগুলির অধিকাংশ আসনগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল বিজেপি। এবার তারা ৪০০ আসন পার করার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্যপূরণের পথে, এদিনের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

    বিকেল ৫ টা পর্যন্ত তৃতীয় দফায় ৬০ শতাংশের বেশি ভোট
    লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে বিকেল ৫টা পর্যন্ত ৬০.১৯% ভোট পড়েছে। বিভিন্ন রাজ্যের কথা বললে, বিকেল ৫টা পর্যন্ত বিহারে ৫৬.০১%, ছত্তিশগড়ে ৬৬.৮৭%, মহারাষ্ট্রে ৫৩.৪০%, অসমে ৭৪.৮৬%, গোয়ায় ৭২.৫২%, কর্ণাটকে ৬৬.০৫%, মধ্যপ্রদেশে ৫৫.১৩%,  উত্তর প্রদেশে ৬২.২৮% , পশ্চিমবঙ্গে ৭৩.৯৩% এবং গুজরাতে ৫৫.২২% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    বাংলায় সবচেয়ে বেশি ভোট
    তৃতীয় দফার লোকসভা নির্বাচনে বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট। মুর্শিদাবাদে একাধিক জায়গায় অশান্তির ঘটনা শোনা গিয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সবথেকে বেশি ভোটের হার মুর্শিদাবাদে, ৭৬.৪৯%। মালদা উত্তর লোকসভায় ভোট পড়েছে ৭৩.৩০%। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৭৩৬৮.% এবং জঙ্গিপুরে সবথেকে কম ভোট পড়েছে ৭২.১৩%। তৃতীয় দফার লোকসভা ভোটে বাংলায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ৭৩.৯৩%। পাশাপশি, এদিন উপনির্বাচন ছিল  ভগবানগোলাতেও। বিকেল পর্যন্ত সেখানে ভোটের হার ৭৩.৬৮%।

    ভোটের আগের রাত অর্থাৎ সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। মঙ্গলবার ভোটের সকালেও সেই রেশ দেখা গিয়েছে। সাত সকালে কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগে শোরগোল তৈরি হয়। বেলা গড়াতে একাধিক এলাকা থেকে গোলমালের খবর এসেছে। বূুথের মধ্যে থেকে জাল ভোটার ধরেছেন খোদ বামপ্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাল্টা হিসেবে ভোটারদের হেনস্থা করার অভিযোগ উঠেছে সেলিমের বিরুদ্ধে। মালদহের হবিবপুরে আবার অনুন্নয়নের প্রতিবাদে বুথের বাইরে অনশনে বসেছিলেন স্থানীয় মানুষজন। রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি প্রার্থীও। তবে মোটের ওপর শান্তির ভোট বলেই দাবি কমিশনের। তৃতীয় দফা ভোটে সবমিলিয়ে কমিশনের কাছে কতগুলি অভিযোগ জমা পড়ল? কমিশন সূত্রে খবর, বিকেল ৩টে পর্যন্ত মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সি ভিজিল এ ৫১টি অভিযোগ আসে, যার মধ্যে একটি বাদে বাকিগুলির সমাধান করা হয়েছে। কমিশন জানিয়েছে, এছাড়াও এনজিআরএস এ ৯৩টি এবং সিএমএস এ ২১৭টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সিপিএমের কাছ থেকে। বামেদের বড় শরিক ১৫৩টি অভিযোগ জমা দিয়েছে। অন্যদের মধ্যে বিজেপি ১০টি, তৃণমূল কংগ্রেস ১৭টি এবং কংগ্রেস ২৫টি অভিযোগ করেছে। কমিশন থেকে এও জানানো হয়েছে, জমা পড়া অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ থেকে।
     
  • Link to this news (আজ তক)