ফোনে কুপ্রস্তাব দলেরই কর্মীর' পুলিসের দ্বারস্থ তৃণমূলের প্রাক্তন মহিলা কাউন্সিলর!
২৪ ঘন্টা | ০৮ মে ২০২৪
বিধান সরকার: তৃণমূলনেত্রীকে রাত-বিরেতে ফোন, কুপ্রস্তাব? দলেরই এক কর্মীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হল থানায়। 'পুলিস আইনানুগ ব্যবস্থা নিক', বললেন পুরসভার চেয়ারম্যান। ঘটনাস্থল, হুগলির কোন্নগর।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু। কোন্নগর পুরসভার পরিবহণ দফতরের অস্থায়ী কর্মী তিনি। যিনি অভিযোগ করেছেন, সেই তৃণমূলনেত্রীও চাকরি করেন একই দফতরে। তাঁর দাবি, একই অফিসে কাজের সুবাদে বিশ্বজিতের সঙ্গে ফোনে কথা হত। এরপর গভীর রাতে ফোন করে তাঁকে, ওই তৃণমূলকর্মী নানাভাবে উত্যক্ত করতে থাকেন বলে অভিযোগ। বারণ করা সত্ত্বেও শোনা তো দূর অস্ত, উল্টে হোয়াটসঅ্য়াপে নাকি কু-প্রস্তাব দেন!হোয়াটসঅ্যাপে মেসেজের স্ক্রিনশট তুলে রেখেছিলেন ওই তৃণমূলনেত্রী। পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের কাছে অভিযোগ জানান তিনি। অভিযুক্তকে দু'মাসের জন্য কাজ থেকে সরিয়ে দেন চেয়ারম্যান। ১ মে থেকে ফের কাজে বহাল করা হয়েছে তাঁকে। অভিযোগ, তৃণমূলনেত্রীকে এখন রীতিমতো ভয় দেখাচ্ছেন বিশ্বজিৎ। কিন্তু চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ার কেউ কিছু বলছে না! এবার পুলিসের দারস্থ হয়েছেন ওই তৃণমূলনেত্রী। উত্তরপাড়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কবে? আজ, মঙ্গলবার। অভিযোগকারিণী জানিয়েছেন, বছর দুয়েক প্রয়াত হন তাঁর স্বামী। তারপর থেকে ছেলের সঙ্গেই থাকেন। সম্প্রতি কোন্নগর পুরসভার পরিবহণ দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজে যোগ দেন তিনি। কোন্নগর চেয়ারম্যান স্বপন দাস বলেন, 'পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমাদের দলের কর্মী বলে যদি সে দোষ করে, তাকে পুজো করব এমন মানুষ আমি নই'।